মাসদুয়েক হতে চলল, কার্যত গোটা ইন্ডাস্ট্রি স্তব্ধ। অভিনেতারা বাড়িতেই বেশির ভাগ সময় কাটাচ্ছেন। অনেকেই মা-বাবার কাছ থেকে দূরে রয়েছেন, কেউ সম্পূর্ণ অন্য শহরে। এই সময়ে মা-বাবার কথা স্বভাবতই বেশি করে মনে পড়ছে। আর তাই বলিউডের কোয়রান্টিন জুড়ে মা-বাবার জন্য চিঠি আর নোটস।
সম্প্রতি বাবার জন্মদিনে তাঁর উদ্দেশে চিঠি লিখেছেন ভূমি পেডনেকর। সঙ্গে বাবা ও নিজের কিছু ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে বাবার সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত থেকে শুরু করে নিজেদের মধ্যে বাবার উপস্থিতি কতটা টের পান, তা সবই লিখেছেন তিনি। ভূমি ও তাঁর বোন হাসলেই যে তাঁদের বাবার মতো দেখতে লাগে, তাঁরা কিছু দুষ্টুমি করলেই ‘একদম বাবার মতো’ বলে যে তাঁদের মা হাসেন, আবার ভাল কাজ করলেও একই কমপ্লিমেন্ট জোটে, সে সবই উঠে এসেছে সেই আবেগপূর্ণ নোটে। প্রত্যেক পরীক্ষার রাতে ভূমির পাশে বাবার জেগে থাকা, স্কুল থেকে বাড়ি ফেরার পথে একসঙ্গে ম্যাডোনার গান শোনা, মাস্ল পেনের সময়ে গরম জলের ব্যাগ এগিয়ে দেওয়া... সেই সব স্মৃতি হাতড়েছেন অভিনেত্রী তাঁর লেখায়। ভূমির বাবা মারা গিয়েছেন অনেক দিন। কিন্তু এখনও ভূমি মনে করেন যে বাবা তাঁদের সঙ্গেই রয়েছেন।
ওই দিনই আবার জন্মদিন ছিল আয়ুষ্মান খুরানার বাবার। আয়ুষ্মান তাঁর বাবার সঙ্গে একটি সাদা-কালো ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। সেখানেই বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অভিনেতা লিখেছেন, ‘‘হ্যাপি বার্থডে টু দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়র্ল্ড! তুমিই আমার চিন্তাকে উড়ান আর আমায় ট্যালেন্ট দিয়েছ। আমি কাউকে তোমার বয়স বলব না। কারণ কেউ তা বিশ্বাস করবে না।’’ তাঁর পোস্টে ভূমিও কমেন্ট করেন সেই দিন। মৌনী রায়-সহ অনেক বলি-তারকাই সে দিন কমেন্ট করেছিলেন আয়ুষ্মানের সেই পোস্টে।