Advertisement
০২ অক্টোবর ২০২৩
Harry Potter

লকডাউনে পটার যখন বাড়িতে

অনলাইনে এ বার শুরু হচ্ছে একটি বুক রিডিং সেশন, যেখানে অংশ নেবেন পর্দার হ্যারি পটার ড্যানিয়েল র‌্যাডক্লিফ-সহ অন্যান্য পটার মুভির তারকা।

ড্যানিয়েল।

ড্যানিয়েল।

শেষ আপডেট: ০৭ মে ২০২০ ০০:৪৩
Share: Save:

লকডাউনে পটারভক্তদের কথা ভেবে নতুন উপায় বার করেছেন স্রষ্টা জে কে রোওলিং। তাঁর অনলাইন হাব ‘হ্যারি পটার অ্যাট হোম’-এর অংশ হিসেবে এ বার শুরু হচ্ছে একটি বুক রিডিং সেশন, যেখানে অংশ নেবেন পর্দার হ্যারি পটার ড্যানিয়েল র‌্যাডক্লিফ-সহ অন্যান্য পটার মুভির তারকা। সিরিজ়ের প্রথম বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোজ়ফার্স স্টোন’-এর প্রথম চ্যাপ্টার ‘দ্য বয় হু লিভড’ থেকে পাঠ করতে শুরু করবেন ড্যানিয়েল।

পরবর্তী চ্যাপ্টারগুলি একে একে পাঠ করবেন এডি রেডমেন, ডাকোটা ফ্যানিং, ফুটবলার ডেভিড বেকহ্যাম-সহ অনেকেই। উইজ়ার্ডিং ওয়র্ল্ডের ওয়েবসাইট এবং স্পটিফাইয়ে শোনা যাবে এই রিডিং সেশনে, যেখানে বাড়ি বসেই অংশ নেবেন তারকারা। এর মাধ্যমে ভক্তরা লকডাউনে উপভোগ করতে পারবেন পটার সিরিজ়ের নস্ট্যালজিয়া।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE