ফের বিপাকে শাহরুখ খান ও আরিয়ান খান? সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ সিরিজ়ে অপমান করা হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন আধিকারিক সমীর ওয়াংখেড়েকে। এই অভিযোগে মানহানির মামলা করেন তিনি। এ বার সেই মামলায় নতুন মোড়।
বুধবার দিল্লি হাই কোর্ট সেই মামলায় সমন জারি করেছে নেটফ্লিক্স এবং শাহরুখের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ় এন্টারটেনমেন্ট’-এর বিরুদ্ধে। ওই দুই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, আরিয়ান পরিচালিত সিরিজ়ে এনসিবি আধিকারিকের আদলে এক চরিত্র তৈরি করা হয়েছে, যা ওয়াংখেড়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।
আরও পড়ুন:
সমীরের আইনজীবী আদালতকে জানান যে, মামলায় সংশোধনের জন্য একটি আবেদন জমা দেওয়া হয়েছে। সংশোধিত আবেদনের প্রসঙ্গে সমীর বলেন, “এই সিরিজ় মুক্তির পর আমাকে, আমার স্ত্রী এবং আমার বোনকে নিয়ে নানা কুরুচিকর পোস্ট করা হচ্ছে। এটা দুঃখজনক। অভিযুক্তরা নিশ্চয়ই ওই পোস্টগুলি সমর্থন করছেন না।” এর জবাবে বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব মন্তব্য করেন, “আমরা মানছি যে আপনার এই আদালতে আসার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু তার জন্য নির্দিষ্ট প্রক্রিয়া মেনে চলা প্রয়োজন।” এই মামলার অন্তর্বর্তীকালীন আদেশ সংক্রান্ত শুনানি আগামী ৩০ অক্টোবর হবে।
এর আগে ২৬ সেপ্টেম্বর সমীরের মানহানির মামলার শুনানি হয়। ওই আবেদন দিল্লিতে ‘গ্রহণযোগ্য নয়’ বলে ওয়াংখেড়েকে তা সংশোধনের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট।