বলিউড নিয়ে মহেশ বাবুর বিস্ফোরক মন্তব্যের প্রেক্ষিতে এ বার মুখ খুললেন অভিনেতা দলিপ তাহিলও। বললেন, ‘‘মহেশ তো ঠিকই বলেছেন। আসলে তিনি যতটা না পারিশ্রমিক নিয়ে বলেছেন, তার চেয়ে বোঝাতে চেয়েছেন অন্য কথা। দক্ষিণের কাজের পরিবেশ মুম্বইয়ের চেয়ে অনেক ভাল। অনেক গুছিয়ে কাজ করেন দক্ষিণীরা। মহেশের মতো এক জন সর্বভারতীয় খ্যাতনামী অভিনেতার পক্ষে বলিউডে মানিয়ে নিতে অসুবিধাই হওয়ার কথা।’’
গত মাসেই একটি সাক্ষাৎকারে মহেশ বাবু জানিয়েছিলেন, তাঁকে ভাড়া করার ক্ষমতা বলিউডের নেই। বহু প্রস্তাব এলেও বলিউডে কাজ করতে আগ্রহী নন তিনি— দক্ষিণী তারকার এমন ঘোষণার পরেই উত্তাল হয়েছিল বলিপাড়া। মহেশের স্পর্ধায় হতবাক অনেক অভিনেতাই তাঁকে কটাক্ষ করতে চেয়েছিলেন। যদিও বর্ষীয়ান অভিনেতা দলিপ তাহিল সেই পথে হাঁটলেন না।
বলিউডের অনেকেই যেখানে মহেশ বাবুর বিপক্ষে, সেখানে দলিপ পাশে দাঁড়ালেন কী করে?