বলি কুইনের জন্মদিন শেষ হতে চলল। এতক্ষণে সময় হল স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে! কিন্তু দু’টি ছবি ও নজরকাড়া ক্যাপশন দিয়ে পুষিয়ে দিলেন সব কিছু।
৩৪-এ পা দিলেন দীপিকা পাড়ুকোন। এক দিন আগে থেকেই টুইটারে ট্রেন্ড করছিল ‘হ্যাপি বার্থডে দীপিকা পাড়ুকোন’। জন্মদিনের সকাল থেকে শুভেচ্ছাবার্তায় উপচে পড়েছে নেটদুনিয়া। কিন্তু স্বামী রণবীর সিংহের শুভেচ্ছাবার্তার কোনও আঁচ নেই কেন?
রাত ৮টার পর তাঁর প্রেম প্রকাশ করলেন মন ভরে। প্রথম ছবিতে দীপিকার শৈশব ও পরের ছবিতে দীপিকার দাম্পত্য জীবন। প্রথম ছবিতে দীপিকার পাশে বসে পোজ দিতে না পারার আফসোস মেটালেন পরের ছবিতে।