দীপিকা পাড়ুকোন। বলিউডের অন্যতম স্টাইল আইকন। তাঁর ভুবন ভোলানো হাসি, উষ্ণ আবেদনে হৃদস্পন্দন বেড়ে যায় অনেকের। নিজের বিয়ে থেকে রেড কার্পেট, সবেতেই তাক লাগিয়ে ফ্যাশনে ১০০ তে ১০০ নায়িকার। অথচ সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হলেন সেই সাজপোশাকের জন্যই!
দীপিকার একটি পুরনো ছবি দিয়ে তৈরি হল মিম। বলিউডের মস্তানির পোশাককে কাজু বরফির সঙ্গে তুলনা করা হয় সেখানে। দীপিকার পরনে ছিল ঘিয়ে রঙা হাতঢাকা একটি টপ এবং ওই একই রঙের প্লাজো। সেই ছবির পাশাপাশি কাজু বরফির ছবি রেখে, দুইয়ের মধ্যে সাদৃশ্য তুলে ধরেছেন এক নেটাগরিক। সেই মিম এ বার চোখে পড়ে গেল নায়িকার।
তাতে কি চটে গেলেন বর্তমানে বলিউডের সফলতম নায়িকা?
একেবারেই না! নিজেকে নিয়ে এই স্বচ্ছ রসিকতায় বেশ মজা পেয়েছেন নায়িকা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন সেই মিম। লিখেছেন ‘চেক দিস আউট’। তবে দীপিকাকে নিয়ে এটাই প্রথম মিম নয়। তাঁকে নিয়ে প্রায়শই বিভিন্ন মজার মিম ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়ায়।