এমনিতে দীপিকা পাড়ুকোনের সময়টা খুব একটা ভাল যাচ্ছে না। একের পর এক ছবি থেকে বাদ পড়ছেন। গত দু’বছরে তেমন কোনও ছবি নেই রণবীর সিংহের হাতেও। যদিও মুক্তির অপেক্ষায় রয়েছে কিছু ছবি। এর মাঝেই মেয়ে দুয়ার জন্ম। তা-ও এক বছর বয়স হল মেয়ের। এর মাঝেই নতুন ভাবে ধরা দিলেন দুয়ার বাবা-মা। হিজাবে দীপিকা, শেখদের মতো সাজপোশাকে দেখা যাচ্ছে রণবীর।
আরও পড়ুন:
রণবীর ও দীপিকার এমন পোশাক দেখে কৌতূহল প্রকাশ করেন অনেকেই। কেউ কেউ আবার অতি উৎসাহী। সম্প্রতি আবু ধাবির পর্যটন বিভাগের জন্য একটি বিজ্ঞাপন করেছেন তাঁরা। সেই ভিডিয়োয় দীপিকা ও রণবীর ঘুরে ঘুরে শহরটা দেখাচ্ছেন দর্শককে। মেয়ে হওয়ার পর এই প্রথম একসঙ্গে কোনও কাজ করলেন তাঁরা। দুবাইয়ের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা মাথায় রেখে পোশাকের ক্ষেত্রে হিজাব বেছে নেন দীপিকা। অভিনেত্রীর নতুন এই রূপ দেখে কেউ কেউ লিখেছেন, ‘‘মাশাআল্লাহ, অপূর্ব লাগছে।’’ কারও মতে, ‘‘হিজাবে যেন আরও সুন্দর লাগছে দীপিকাকে।’’