‘টনিক’ খেয়ে চাঙ্গা দেব অধিকারী। অতিমারি তাঁর জীবনে অতীত। তারকা আবার আগের মতোই কাজে ব্যস্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইশা সাহা আপাতত তাঁর ‘কাছের মানুষ’। আগামী এপ্রিলে তিনি নাকি ‘প্রজাপতি’ হয়ে উড়বেন! বসন্ত পঞ্চমীতে তারই ঘোষণা। দেবের সঙ্গে এ বারেও সহ প্রযোজক বেঙ্গল টকিজের অতনু রায়চৌধুরী। ছবি পরিচালনায় আরও এক বার অভিজিৎ সেন। পাশাপাশি, ছবির ভিত আরও পোক্ত করতে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আরও এক প্রযোজক, প্রণবকুমার গুহ।
বাংলার নিজস্ব প্রেম দিবসে প্রকাশ্যে প্রথম পোস্টার। ছবিতে টোপরের নীচে লাল হরফে জ্বলজ্বল করছে ‘প্রজাপতি’ কথাটি। ‘টনিক’-এর প্রচারের সময়ে নিজের পাশাপাশি ছবির অন্যতম মুখ্য অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়েরও বিয়ে দিয়ে দিয়েছিলেন সাংসদ-তারকা। এ বারে পোস্টার ভাগ করে লিখেছেন, খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের ‘প্রজাপতি’!