অভিনেতা-সাংসদ দেব
‘টনিক’ খেয়ে চাঙ্গা দেব অধিকারী। অতিমারি তাঁর জীবনে অতীত। তারকা আবার আগের মতোই কাজে ব্যস্ত। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ইশা সাহা আপাতত তাঁর ‘কাছের মানুষ’। আগামী এপ্রিলে তিনি নাকি ‘প্রজাপতি’ হয়ে উড়বেন! বসন্ত পঞ্চমীতে তারই ঘোষণা। দেবের সঙ্গে এ বারেও সহ প্রযোজক বেঙ্গল টকিজের অতনু রায়চৌধুরী। ছবি পরিচালনায় আরও এক বার অভিজিৎ সেন। পাশাপাশি, ছবির ভিত আরও পোক্ত করতে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন আরও এক প্রযোজক, প্রণবকুমার গুহ।
বাংলার নিজস্ব প্রেম দিবসে প্রকাশ্যে প্রথম পোস্টার। ছবিতে টোপরের নীচে লাল হরফে জ্বলজ্বল করছে ‘প্রজাপতি’ কথাটি। ‘টনিক’-এর প্রচারের সময়ে নিজের পাশাপাশি ছবির অন্যতম মুখ্য অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়েরও বিয়ে দিয়ে দিয়েছিলেন সাংসদ-তারকা। এ বারে পোস্টার ভাগ করে লিখেছেন, খুব শীঘ্রই উড়বে আমাদের বিয়ের ‘প্রজাপতি’!
এ বার কার বিয়ে? আনন্দবাজার অনলাইন জানতে চেয়েছিল পরিচালকের কাছে। হাসিতে ফেটে পড়েছেন তিনিও। তার পরেই জবাব, ‘‘প্রজাপতি মানেই বিয়ে। তাই বিয়ে অবশ্যই হবে কারও। কার হবে সেটা এখনও ঠিক হয়নি। কারণ, আপাতত শুধু ওয়ান লাইনার ঠিক হয়েছে। কাহিনি, চিত্রনাট্য এখনও ঘষামাজা চলছে।’’ তবে আগের ছবির মতোই সম্পর্কের কোনও একটি দিক তুলে ধরা হবে আগামী ছবিতে। হতেই পারে সেটি মা-মেয়ের গল্প।
আগের ছবিতে দেব পর্যটন সঙ্গী। এ বার ঘটকালি করবেন? এই রহস্যও জিইয়েই রেখেছেন পরিচালক। তাঁর দাবি, অভিনেতা আগের মতোই ছবি জুড়ে থাকবেন। তবে তিনি ঘটক হবেন না অনুঘটক, সেটা জানতে অপেক্ষা করতে হবে। দেব কী বলছেন? অভিজিতের দাবি, নায়ক সব সময়েই খোশমেজাজে থাকেন। বাংলা প্রেম দিবসে নতুন ছবি ঘোষণা করে তিনি প্রজাপতির মতোই রঙিন, ফুরফুরে! ছবির শ্যুট হবে কলকাতার নানা অঞ্চলে। পাশাপাশি, শহরের বাইরেও। আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গেও। তিনি জানিয়েছেন, এপ্রিলে ছবির শ্যুট শুরু হবে। সব ঠিক থাকলে বড়দিনে আবারও বড় উপহার দিতে চলেছেন দেব-অতনু-অভিজিৎ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy