Advertisement
E-Paper

দেব পাড়ি দিলেন বাংলাদেশ, সঙ্গে রুক্মিণীও!

ওপারে পাড়ি দিলেন দেব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ২০:৩৫
দেব-রুক্মিণী।

দেব-রুক্মিণী।

ওপারে পাড়ি দিলেন দেব। ‘পাসওয়ার্ড’-এর নতুন ঠিকানা খুঁজতে। সঙ্গে রুক্মিণী। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ‘পাসওয়ার্ড’ আগামী ২৯ নভেম্বর মুক্তি পাবে বাংলাদেশে। সে উপলক্ষে সাংবাদিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ পৌঁছে গিয়েছেগোটা টিম। শুধু দেব-রুক্মিণীই নন, হাজির হয়েছেন পরিচালক নিজেও।

এই পুজোতে যে চারটি বাংলা ছবি মুক্তি পেয়েছিল তাঁর অন্যতম ‘পাসওয়ার্ড’। টানটান উত্তেজনা, সাসপেন্সে মাখা এই ডার্ক থ্রিলারটি মন জয় করেছিল এ পারের দর্শকদেরও। ছবিটিতে দেখা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায় এবং পাওলি দামকেও। সকলের নজরকাড়া অভিনয় পছন্দ করেছিলেন দর্শকেরাও। এ বার গঙ্গা পেরিয়ে ‘পাসওয়ার্ড’ পৌঁছে গেল ও পারেও।

বাংলাদেশে সাংবাদিক সম্মেলনে দেব-রুক্মিণী-কমলেশ্বর

পাসওয়ার্ডে দেবের চরিত্রটি একজন পুলিশ অফিসারের। নেট দুনিয়ার কালো জগৎকে বড় পর্দায় তুলে ধরতেইকমলেশ্বর মুখোপাধ্যায় বানিয়েছিলেন ছবিটি। নিজেদের অজান্তেই মানুষ যে কত ভাবে সাইবার জালে পা দিয়ে ফেলছে তা-ই তুলে ধরেছিলেন পরিচালক।

আরও পড়ুন-‘আন্দাজ আপনা আপনা’র সেটে নিজেদের মধ্যে কথা বলতেন না আমির-সলমন, জানালেন রবিনা!

Password Dev Rukmini Moitro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy