দীর্ঘ তিন বছরের প্রেম পরিণতি পেতে চলেছে এই শীতেই। গাঁটছড়া বাঁধছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। আগামী ৯ ডিসেম্বর সাত পাকে বাধা পড়তে চলেছেন টলিউডের এই হিট জুটি।
আনন্দবাজার ডিজিটালকে দেবলীনা জানালেন, ওই দিন একদমই ঘরোয়া অনুষ্ঠানে সব রীতিনীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা। পরিবারের সদস্যরাই শুধু উপস্থিত থাকবেন সেখানে। কিন্তু বিয়ে নিয়ে বরাবরই তাঁর পরিকল্পনা ছিল অন্য রকম। এর আগে ‘দিদি নম্বর ওয়ান’-এর একটি এপিসোডে দেবলীনা জানিয়েছিলেন, খুব ধুমধাম করে বিয়ে করতে চান তিনি। বলেছিলেন, প্রচুর উপহার চাই তাঁর। সব উপহার ট্রাকে করে বাড়িতে নিয়ে যাবেন! অতিমারিকালে কি সে সবই তা হলে ব্রাত্য? হাসতে হাসতে দেবলীনার উত্তর: “গিফট আমি একদমই ছাড়ব না। মার্চ বা এপ্রিলে গ্র্যান্ড সেলিব্রেশন হবে। প্রচুর মানুষজন আসবেন তখন।”
বিয়ের দিন লাল বেনারসিতে তাক লাগাতে চলেছেন দেবলীনা। উত্তমকুমার ভীষণ পছন্দ করতেন বেনারসি শাড়ি। তাই দেবলীনার শাশুড়ি মায়ের ইচ্ছে, বিয়ের পাশাপাশি বৌভাতের দিনও শাড়িতে সেজে উঠুক পুত্রবধূ। তাঁর আবদার মেটাতে দুই অনুষ্ঠানেই বেনারসিতে দেখা যাবে নববধূকে। লেহেঙ্গা আপাতত সাজের তালিকা থেকে বাদ!