Advertisement
২৫ জুন ২০২৪

মধ্যরাতে সলমনের বাড়িতে ধোনি-সাক্ষী, কেন?

হঠাৎই সন্ধ্যে রাতে সলমন খানের বাড়িতে হাজির ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির আগমন বার্তা গালাক্সি অ্যাপার্টমেন্টে মালিকের কাছে পৌঁছতেই বেড়িয়ে এলেন স্বয়ং সলমন খান। ধোনির সঙ্গী তখন স্ত্রী সাক্ষী।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৬ ১৯:৪১
Share: Save:

হঠাৎই সন্ধ্যে রাতে সলমন খানের বাড়িতে হাজির ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির আগমন বার্তা গালাক্সি অ্যাপার্টমেন্টে মালিকের কাছে পৌঁছতেই বেড়িয়ে এলেন স্বয়ং সলমন খান। ধোনির সঙ্গী তখন স্ত্রী সাক্ষী। আর এই জুটির সঙ্গে ছিলেন আর একজন। কে জানেন? তিনি প্রফুল্ল পটেল কন্যা পূর্ণা। এর পর পার্টি চলে ভোর ৪টে পর্যন্ত। এর মাঝেই সলমন খানের বোন অর্পিতার সদ্যজাত সন্তানকেও দেখে আসেন ধোনি-সাক্ষী।

শনিবার রাতেই ধোনি-সলমনকে একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত অম্বানীর জন্মদিনের পার্টিতে। শুধু ধোনিরাই নন এদিনের পার্টিতে ছিলেন অনেক চেনা নাম। পার্টির কারণ অবশ্য ছিল আহিলের জন্ম। এই পার্টিতেই সলমন দেখান সুলতানের প্রথম টিসার। যাঁদের মধ্যে ছিলেন প্রীতি জিন্টা।

আরও খবর

পেয়ার মে টুইস্ট, জানিয়ে দিলেন বিরাট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dhoni Sakshi Salman Party
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE