মৌমাছি গলায় আটকানোর পরেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সঞ্জয় কপূরের। ২০০৩ সালে করিশ্মা কপূরের সঙ্গে বিয়ে হয়েছিল প্রয়াত শিল্পপতির। দুই সন্তানের জন্মও দেন তাঁরা। কিন্তু স্থায়ী হয়নি সেই বিয়ে। বিবাহবিচ্ছেদের পরে শুধুই সন্তান ও কাজে মন দিয়েছিলেন করিশ্মা। কিন্তু দ্বিতীয় বার বিয়ে করার ইচ্ছে কি ছিল তাঁর? সঞ্জয়ের মৃত্যুর পরে সেই প্রশ্ন নতুন করে মাথা চাড়া দিয়ে উঠেছে।
সঞ্জয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে আর বিয়ে করেননি করিশ্মা কপূর। এমনকি, কখনও কারও সঙ্গে প্রেমের গুঞ্জনও শোনা যায়নি তাঁর। সঞ্জয়ের সঙ্গে বিয়ের আগে ২০০২ সালে অভিষেক বচ্চনের সঙ্গে বাগ্দান সেরেছিলেন করিশ্মা। কিন্তু বিয়ের আগেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। তার এক বছরের মাথায় সঞ্জয়কে বিয়ে করেন করিশ্মা। অভিষেক ও সঞ্জয়— এঁদের পরে আর কোনও পুরুষের সঙ্গে জড়াননি অভিনেত্রী। ব্যক্তিগত জীবন নিয়েও খুব একটা কথা বলেননি কখনও।
আরও পড়ুন:
২০২২-এ ইনস্টাগ্রামে প্রশ্নোত্তর পর্বে করিশ্মাকে এক অনুরাগী জিজ্ঞাসা করেছিলেন, তিনি দ্বিতীয় বিয়ে করতে চান? উত্তরে হ্যাঁ বা না কিছুই বলেননি করিশ্মা। শুধু একটি ইমোজি ভাগ করে নিয়েছিলেন। সেই সঙ্গে লিখেছিলেন, “পরিস্থিতির উপর নির্ভর করছে।” সেই ইমোজি ও মন্তব্য দেখে অনুরাগীরা অনুমান করেছিলেন, দ্বিতীয় বিয়ে নিয়ে নিশ্চয়ই সংশয়ে রয়েছেন করিশ্মা। অর্থাৎ কোথাও গিয়ে তাঁর মনে এখনও বিয়ের ইচ্ছে রয়েছে। যদিও তার পরেও বিয়ে নিয়ে আর কখনও কথা বলেননি তিনি।
উল্লেখ্য, ১২ জুন লন্ডনে মৃত্যু হয়েছে সঞ্জয় কপূরের। তার পর কেটে গিয়েছে ছ’দিন। প্রশ্ন উঠছিল, কবে হবে তাঁর শেষকৃত্য? জানা যাচ্ছে, তাঁর দেহ লন্ডন থেকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে। দিল্লিতেই ১৯ জুন তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।