২০ মে মুক্তি পাচ্ছে উইন্ডোজ প্রোডাকশনের বহু প্রতীক্ষিত ছবি ‘বেলাশুরু’। অতিমারির ধাক্কায় প্রায় আড়াই বছর পরে ফের দর্শকদের নতুন ছবি উপহার দিতে চলেছেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। ছবির মুখ্য আকর্ষণ পর্দা জুড়ে সৌমিত্র চট্টোপাধ্যায়-স্বাতীলেখা সেনগুপ্তের রেখে যাওয়া রোমান্স। আর এক ঝাঁক তারকা-অভিনেতা। ছবি-মুক্তির ঠিক এক সপ্তাহ আগে বোমাটা ফাটালেন শিবপ্রসাদ। আনন্দবাজার অনলাইনের শনিবাসরীয় লাইভ আড্ডা ‘অ-জানাকথা’য় তাঁর আকস্মিক স্বীকারোক্তি, ‘‘অন্য ছবির মতো ‘বেলাশুরু'তেও একটা জুয়া খেলেছি। সেটা এখন বলছি না।’’
বাংলা বিনোদন দুনিয়ার তাবড় তারকা যখন এক ছবিতে, তখন জুয়া খেলার দরকার পড়ল কেন পরিচালক-জুটির? কী জুয়াই বা খেললেন তাঁরা? ফাঁস করতে মোটেই রাজি নন আড্ডার আমন্ত্রিত অতিথিদ্বয়। তবে কথায় কথায় শিবপ্রসাদ জানিয়েছেন, এ রকম জুয়া তাঁরা তাঁদের প্রতিটি ছবিতেই খেলেছেন।