শাহিদ কপূর নাকি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। বেশ কিছুদিন ধরেই ইন্ডস্ট্রিতে এ ধরনের জল্পনা চলছিল। এ বার তাই যেন কনফার্ম করলেন শাহিদ কপূর।
না! মুখে তিনি কিছুই বলেননি। বরং সোশ্যাল মিডিয়ায় মেয়ে মিশার একটি ছবি পোস্ট করেছেন। আর তা দেখেই ওয়েব দুনিয়ার একটা বড় অংশ অনুমান করছেন, দ্বিতীয় বাবের জন্য সম্ভবত মা হতে চলেছেন মীরা রাজপুত।
ইনস্টাগ্রামে শাহিদের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে শুয়ে রয়েছে মিশা। পাশে অনেক বেলুনের ছবি। ওপরে লেখা ‘বিগ সিস্টার’। আর তা দেখেই অনেকে মনে করছেন, শাহিদ বোঝাতে চেয়েছেন মিশা এ বার বড় দিদি হতে চলেছে। অর্থাত্ দ্বিতীয় বারের জন্য বাবা হতে চলেছেন শাহিদ।
আরও পড়ুন, দেখুন ‘পিউপা’র টিজার, এ বার মুক্তির অপেক্ষা
২০১৬-এর ২৬ অগস্ট জন্ম হয় দম্পতির প্রথম সন্তান মিশার। মীরার ঘনিষ্ঠ সূত্র সাংবাদিকদের জানিয়েছেন, খুব কম বয়সেই বিয়ে করেছেন মীরা। মা হয়েছেন। দ্বিতীয় সন্তানের জন্ম দিয়ে তিনি পরিপূর্ণ সংসার চান। তার পরই শুরু করতে চান প্রফেশনাল কেরিয়ার। সম্প্রতি মীরার কিছু ছবি দেখে তাঁর মা হওয়ার সম্ভাবনার কথা অনুমান করছেন সোশ্যাল অডিয়েন্সের একটা বড় অংশ।
আরও পড়ুন, ডেবিউ করছেন শ্বেতা, তবে…
শাহিদের মতোই বলিউডে অভিনয় করতে চান বলে মীরা জানিয়েছিলেন। তবে নাচ তাঁর প্রথম পছন্দ। অভিনয় তো বটেই তা ছাড়াও অন্য কোনও ভাবে তিনি বলিউডের সঙ্গেই নাকি যুক্ত থাকতে চান। ❤️
❤️
শাহিদের মতোই বলিউডে অভিনয় করতে চান বলে মীরা জানিয়েছিলেন। তবে নাচ তাঁর প্রথম পছন্দ। অভিনয় তো বটেই তা ছাড়াও অন্য কোনও ভাবে তিনি বলিউডের সঙ্গেই নাকি যুক্ত থাকতে চান। ❤️