Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৫ অক্টোবর ২০২১ ই-পেপার

করিনা এবং সোনম আত্মীয়! জানতেন ?

২৫ মার্চ ২০২১ ২০:২৯
সোনম-করিনা।

সোনম-করিনা।

করিনা কপূর খান এবং সোনম কপূর। বলিউডের প্রথম সারির দুই অভিনেত্রী। দু’জনেই বলিউডের সঙ্গে যুক্ত দুই প্রভাবশালী পরিবারের সদস্য। একে অপরের ভাল বন্ধুও তাঁরা। ২০১৮ সালে ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে একসঙ্গে অভিনয়ও করেছেন করিনা এবং সোনম। ফ্যাশনেও এই দু’জনকে টেক্কা দিতে বেগ পেতে হয় বাকি অভিনেত্রীদের।

বলিউডের ২ অভিনেত্রীর মধ্যে মিলের তালিকা আরও দীর্ঘ হল। জানা গেল, করিনা এবং সোনম শুধু ভাল বন্ধুই নন, তাঁরা আত্মীয়ও বটে। বলিউডের প্রভাবশালী দুই কপূর পরিবার একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে। অনিলের বাবা সুরিন্দর কপূর অর্থাৎ সোনমের দাদুর তুতো ভাই ছিলেন পৃথ্বীরাজ কপূর। পৃথ্বীরাজই নাকি সুরিন্দরকে পেশোয়ার থেকে মুম্বইতে ডেকে এনেছিলেন। শোনা যায়, সেই সময় গীতা বালির সহকারী হিসেবে কাজ করেছিলেন সুরিন্দর।

পরবর্তীকালে সুরিন্দর নিজেও একজন সফল প্রযোজক হয়ে ওঠেন। নিজের প্রযোজিত ছবিতে অভিনয় করান ছেলে অনিল কপূরকে দিয়ে। বিভিন্ন তামিল, কন্নড় এবং তেলুগু ছবি হিন্দি ভাষায় পুনর্নির্মান করেছেন তিনি। ‘হাম পাঁচ’, ‘ও সাত দিন’, ‘লোফার’, ‘জুদাই’, ‘হামারা দিল আপকে পাস হ্যায়’, ‘পুকার’ সেগুলির মধ্যে অন্যতম।

Advertisement

আরও পড়ুন

Advertisement