দিলীপ কুমার আর সায়রা বানুর সন্তান হয়নি। হলে কেমন হত? একটি পুরনো সাক্ষাৎকার থেকে উঠে এল সেই প্রসঙ্গ। এই সাক্ষাৎকারে অকপটে দিলীপ-ঘরনি জানিয়েছিলেন, তাঁর আর দিলীপের ভালবাসার সন্তান কেমন দেখতে হত?
দিলীপ কুমারের মতো সায়রা বানুরও স্বপ্ন ছিল সন্তানের। কিন্তু হয়নি সেই স্বপ্নপূরণ। হলে কেমন দেখতে হত তাকে? ২০১৭-র এক সাক্ষাৎকারে প্রয়াত অভিনেতা দিলীপ কুমারের স্ত্রী জানিয়েছিলেন, ‘‘আমার আর দিলীপ কুমারের ছেলে হলে তাকে শাহরুখ খানের মতো দেখতে হত!’’