শারীরিক উন্নতির জন্য হাসপাতাল থেকে ছাড়া পেলেন দিলীপ কুমার। আজ দুপুরে তাঁকে মুম্বইয়ের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। প্রবীণ অভিনেতাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাসপাতালে গিয়েছিলেন তাঁর স্ত্রী সায়রাবানু-সহ একাধিক আত্মীয়। বলিউড তারকাকে দেখতে হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন তাঁর অসংখ্য গুণমুগ্ধ। তাঁকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার খবর নিজেই দিলীপ কুমারের টুইটার হ্যান্ডল থেকে জানিয়েছেন সায়রাবানু।