দিল্লিতে আন্দোলনরত কৃষকদের এক কোটি টাকা দিলেন পঞ্জাবি সুপারস্টার দিলজিৎ দোশাঞ্জ। আন্দোলনকারী কৃষকদের জন্য গরম কাপড় ও কম্বলের ব্যবস্থা করতে তিনি এই পদক্ষেপটি করলেন৷ লক্ষণীয়, তিনি এই দানের কথা কোথাও উল্লেখও করেননি। পঞ্জাবি গায়ক সিংগা যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করতেন তাহলে দেশবাসী জানতেও পারতেন না এ কথা। দিলজিৎ চাননি, এ বিষয়টি নিয়ে কোনও আলোচনা বা চর্চা হোক।
সিংগা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কৃষকদের গরম কাপড় কিনে দেওয়ার জন্য আপনি এক কোটি টাকা অনুদান দিয়েছেন। আর সে কথা কাউকে জানতেও দেননি। কোথাও পোস্টও করেননি। আজকাল তো মানুষ ১০ টাকা দিলেও বড় বড় করে প্রচার করেন’।
শনিবার দিল্লি সীমান্তে কৃষকদের সঙ্গে যোগ দিয়েছেন গায়ক-অভিনেতা দিলজিৎ। রবিবার টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। আন্দোলনে বসে রয়েছেন তিনি। পাশে রয়েছেন গায়ক বীর সিংহ। ক্যাপশনে লেখা, ‘ঈশ্বর সহায় হবেন’। মাইক তুলে নিয়ে কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনাদের কুর্নিশ জানাই। ইতিহাস তৈরি করলেন আপনারা। আর সরকারের প্রতি আমার অনুরোধ, এই সমস্যার সমাধান না করে বিষয়টি থেকে চোখ সরিয়ে নেবেন না। কৃষকদের দাবি মানুন আপনারা। এখানে সবাই শান্তিপূর্ণ আন্দোলন করছেন। কোনও রক্তপাতের প্রশ্ন নেই।”