Advertisement
E-Paper

‘জয় কানহাইয়া লাল’-এ দীপঙ্কর

জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘ভজগোবিন্দ’ এ বার হিন্দিতেও দেখা যাবে। হিন্দি ধারাবাহিকটির নাম হচ্ছে ‘জয় কানহাইয়া লাল’। এখানেও অন্যতম মূল চরিত্র জানকীনাথ চৌধুরীর ভূমিকায় অভিনয় করবেন দীপঙ্কর দে। পয়লা জানুয়ারিতেই শুরু হবে ধারাবাহিকটি।

শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ০৮:০০
দীপঙ্কর

দীপঙ্কর

জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘ভজগোবিন্দ’ এ বার হিন্দিতেও দেখা যাবে। হিন্দি ধারাবাহিকটির নাম হচ্ছে ‘জয় কানহাইয়া লাল’। এখানেও অন্যতম মূল চরিত্র জানকীনাথ চৌধুরীর ভূমিকায় অভিনয় করবেন দীপঙ্কর দে। পয়লা জানুয়ারিতেই শুরু হবে ধারাবাহিকটি।

একসঙ্গে দুটো ধারাবাহিকে কাজ করা তো মুখের কথা নয়। তবু দীপঙ্কর বললেন, ‘‘দুটো শোয়ে কাজ করা নিঃসন্দেহে কঠিন। তাই ভীষণ চেষ্টা করছি, নিজের সেরাটা দেওয়ার। আমরা ‘ভজগোবিন্দ’র ২০০র বেশি এপিসোড শেষ করে ফেলেছি। কিন্তু ‘জয় কানহাইয়া লাল’ তো সবে শুরু হচ্ছে। তাই এখানেই সময়টা বেশি দিতে হচ্ছে।’’

দীর্ঘদিন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত দীপঙ্কর মনে করেন, এখনকার আর্টিস্ট ও টেকনিশিয়ানরা অনেক বেশি কর্মঠ। তাঁর কথায়, ‘‘হার্ডওয়র্কিং হওয়ার সঙ্গে সঙ্গে এরা খুব বেনিয়মও করে। প্রত্যেক দিন গড়ে ১৫-১৬ ঘণ্টা সেটে থাকার পর আবার পার্টি, হুল্লোড়... কিন্তু পরদিন সেটে সময় মতো হাজির। অথচ তখনও তারা নিজেদের সেরাটাই দেয়। যদিও আমি ব্যক্তিগত ভাবে এই জীবনযাত্রা রীতিমতো অপছন্দ করি। এরা ঠিক কী ভাবে কাজ করে, বুঝে উঠতে পারি না!’’

এই ধারাবাহিকে সাবলীল হিন্দিতে সংলাপ বলতে হবে দীপঙ্করকে। তাই তাঁকে হিন্দি শেখানোর জন্য একজন শিক্ষকও রাখা হয়েছে। দীপঙ্কর বললেন, ‘‘আমাকে চিত্রনাট্যটা আগে থেকেই দিয়ে দেওয়া হয়, যাতে আমি অভ্যেস করে নিতে পারি। আমার বরাবরই ইচ্ছে ছিল ন্যাশনাল টেলিভিশনে কাজ করার। আজ যখন সেই সুযোগটা এসেছে, আমার সত্যিই খুব ভাল লাগছে। বাকিটা তো দর্শকই বলবেন।’’ এই ধারাবাহিকে দীপঙ্কর দে-র পাশাপাশি দেখা যাবে রূপাঞ্জনা মিত্রকেও। মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য, বিশাল বশিষ্ঠ।

Jai Kanhaiya Lal Ki Dipankar Dey Bhojo Gobindo Mega Serial ভজগোবিন্দ জয় কানহাইয়া লাল দীপঙ্কর দে
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy