১৮ জুলাই মুক্তি পেয়েছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত জয়া আহসান অভিনীত ছবি ‘ডিয়ার মা’। এক মা আর মেয়ের গল্প। যে ছবি রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক— দুই সমীকরণকে মিলিয়ে মিশিয়ে এক করেছে। মাত্র তিন দিনেই দারুণ ফল। শনি এবং রবিবার ছুটির দিন। এ দিনগুলোয় দর্শক সিনেমা দেখতে হলে যাবে, তা আশা করা যায়। কিন্তু অন্যান্য দিনেও যে দর্শক হলে দেখতে যাচ্ছেন ‘ডিয়ার মা’। এই রিপোর্ট পেয়েই খুশি পরিচালক। ছবির বিশেষ প্রদর্শনী হয়েছে শুক্রবার। তার পর থেকে অনিরুদ্ধের প্রশংসায় পঞ্চমুখ তাঁর সহকর্মীরা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়— প্রত্যেকে পরিচালকের কাজে মুগ্ধ। তাঁর খুবই কাছের বন্ধু শান্তনু মৈত্র। মুম্বই থেকেই জানতে পেরেছেন ‘ডিয়ার মা’ ছবির কথা। তাঁর অনেক আত্মীয় যাঁরা কলকাতায় আছেন, তাঁরা ইতিমধ্যেই ছবিটা দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।
আরও পড়ুন:
অনিরুদ্ধ বললেন, “সবাই এত প্রশংসা করছেন খুব ভাল লাগছে। প্রায় ১০ বছর পরে বাংলা ছবি তৈরি করলাম। কিন্তু আমি বাংলায় ভাবি, বাংলায় দেখি। সবই এই বাংলা জুড়ে। মঙ্গলবারেও হলভর্তি। কাজের দিনেও যে দর্শক এই ছবি দেখতে যাচ্ছেন ভেবে ভাল লাগছে। অনেকেই আমায় বলছেন আরও বেশি করে ছবি তৈরি করতে।” এই প্রতিক্রিয়া আরও উৎসাহ জোগাচ্ছে পরিচালককে। তিনি ঠিক করেছেন, আর এত দিনের বিরতি নয়। অনিরুদ্ধ বলেন, “আর এত দিন সময় নেব না। মানুষের ভালবাসায় আমি আপ্লুত।”