Advertisement
E-Paper

পুনর্মিলনের পরেই করিনা-শাহিদের নতুন পদক্ষেপ! প্রাক্তন যুগলকে ফের দেখা যাবে প্রেমের দৃশ্যে?

প্রাক্তন জুটি পরস্পরকে আলিঙ্গন করেছেন। হেসে হেসে কথাও বলেছেন। ফের এক ফ্রেমে শাহিদ ও করিনাকে দেখে অনুরাগীদের মনে পড়ে গিয়েছে ‘জব উই মেট’-এর গীত ও আদিত্যের কথা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১৩:৩৯
Director Imtiaz Ali revealed whether he has plan to make Jab we met 2 with Kareena and Shahid

করিনা-শাহিদকে নিয়ে ফের প্রেমের গল্প ভাবছেন ইমতিয়াজ়? ছবি: সংগৃহীত।

করিনা কপূর খান ও শাহিদ কপূরের পুনর্মিলনের ভিডিয়ো নিয়ে সরগরম সমাজমাধ্যম। সেই মুহূর্ত নিয়ে নানা রকমের পোস্টে ছেয়ে গিয়েছে নেটপাড়া। ‘জব উই মেট’ ছবিতে শেষ কাজ করেছিলেন করিনা ও শাহিদ। সেটা ২০০৭ সাল। এর পরে ‘উড়তা পঞ্জাব’ ছবিতেও ছিলেন দু’জন। কিন্তু তাঁদের একসঙ্গে কোনও দৃশ্যে দেখা যায়নি। এর পর থেকে দু’জনে একই অনুষ্ঠানে গেলেও এড়িয়ে গিয়েছেন পরস্পরকে। কিন্তু সাম্প্রতিক এক অনুষ্ঠানে সেই যবনিকা পতন ঘটেছে। প্রাক্তন জুটি পরস্পরকে আলিঙ্গন করেছেন। হেসে হেসে কথাও বলেছেন। ফের এক ফ্রেমে শাহিদ ও করিনাকে দেখে অনুরাগীদের মনে পড়ে গিয়েছে ‘জব উই মেট’-এর গীত ও আদিত্যের কথা। অনুরাগীরাই প্রশ্ন তুলেছেন, তা হলে এ বার কি ছবির সিক্যুয়েল হবে?

এ বার সে প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন ছবির পরিচালক ইমতিয়াজ় আলিও। তিনি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বলেছেন, “শাহিদ ও করিনার আবার দেখা হয়েছে এবং মানুষ আবার ‘জব উই মেট’ নিয়ে কথা বলছে। ভাল লাগছে বিষয়টা।” এই ছবির সিক্যুয়েল প্রসঙ্গে শাহিদকেও প্রশ্ন করা হয়েছিল পুরনো এক সাক্ষাৎকারে। তখন অভিনেতা জানিয়েছিলেন, ছবির পরিচালক জীবনে অনেকটাই এগিয়ে গিয়েছে। এই প্রসঙ্গেও ইমতিয়াজ় বলেছেন, “শাহিদ বলেছিল, আমি জীবনে এগিয়ে গিয়েছি। কিন্তু আমি মনে করি, সকলেই এগিয়ে গিয়েছে। ‘জব উই মেট’ ছবির পরে অনেক দিন কেটে গিয়েছে।”

২০০৭-এর ছবির সিক্যুয়েল কি ২০২৭-এ মুক্তি পাবে? এই প্রসঙ্গে ইমতিয়াজ় বলেছেন, “আমাদের এই ছবির স্বাদটা বাঁচিয়ে রাখা উচিত। এর আর একটা সিক্যুয়েল নিয়ে এসে আসল ছবিটা খারাপ করার দরকার নেই। তাই শাহিদ ও করিনাকে নিয়ে আর কোনও ছবি করার কথা ভাবিনি আমি। তবে ওদের ফের দেখা হয়েছে। সেটা খুব ভাল কথা। ওরা দু’জনই অসাধারণ অভিনেতা। দু’জনের সঙ্গে কাজ করেই খুব ভাল লেগেছে।”

Kareena Kapoor Khan Shahid Kapoor
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy