Advertisement
E-Paper

চিত্রনাট্য মেনে শুটিংয়ে দেব-শুভশ্রী তুমুল প্রেম করতেন! এই প্রেম যেন ফুরানোর নয়: কৌশিক

“ওঁরা প্রচণ্ড প্রফেশনাল। ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে যাবতীয় ব্যক্তিগত অনুভূতি দূরে সরিয়ে রাখতেন।”

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০২৫ ১৩:৫৪
দেব-শুভশ্রীর পর্দার রোমান্সের সাক্ষী কৌশিক গঙ্গোপাধ্যায়।

দেব-শুভশ্রীর পর্দার রোমান্সের সাক্ষী কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবি: ফেসবুক।

নতুন করে দেব-শুভশ্রী জ্বরে আচ্ছন্ন বাংলা বিনোদন দুনিয়া। তাঁদের প্রেম-বিচ্ছেদ আবারও চর্চায়। ন’বছর আগে তৈরি হওয়া ‘ধূমকেতু’র মুক্তি যত এগিয়ে আসছে ততই উন্মাদনার পারদ চড়ছে। নায়ক-নায়িকা তাঁদের মতো করে ছবি নিয়ে, তাঁদের জুটি নিয়ে বক্তব্য রাখছেন। প্রযোজক রানা সরকারের মুখে আগাম যুদ্ধজয়ের হাসি। নীরব কেবল একজন। তিনি ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়।

দুই তারকার অনুরাগীরা প্রিয় জুটির প্রত্যাবর্তনের আনন্দে ভাসছেন। কৌশিক উপভোগ করছেন না! তিনি এত চুপ কেন?

সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’র বিশেষ প্রদর্শনে এসেছিলেন তিনি। সেখানেই আনন্দবাজার ডট কমের মুখোমুখি। প্রশ্ন শুনে পরিচালকের মুখে হাসি খেলে গেল। তিনি বললেন, “দেব-শুভশ্রীর অনুরাগীদের উন্মাদনা নিয়ে অনেক গল্প শুনেছি। কখনও নিজের চোখে দেখিনি। এই ছবি দিয়ে সেই উন্মাদনার সঙ্গে প্রথম জুড়ে গেলাম। আমি এতে অভ্যস্ত নই! এ এক অদ্ভুত অনুভূতি। ঠিক বলে বোঝানোর মতো নয়।” তাঁর অনুরাগীদের সঙ্গে দেব-শুভশ্রীর অনুরাগীদের এই যোগকে খুশিমনে তাই স্বাগত জানিয়েছেন পরিচালক। এও জানিয়েছেন, বাকি ছবির সঙ্গে ‘ধূমকেতু’কে কিছুতেই মেলানো যাবে না।

বলতে বলতে আনমনা কৌশিক। ফিরে গিয়েছেন ন’বছর আগে। তখনও দেব আজকের দেব নন। এখনকার মতো পরিণত নন শুভশ্রীও। “ওঁরা তখন নিজেকে নতুন ভাবে মেলে ধরার প্রাক মুহূর্তে।”, দাবি পরিচালকের।

কিন্তু ওঁরা তত দিনে হিট জুটি। তাই কি ওঁদের বেছেছিলেন? দুই তারকার জৌলুস নিজের ভিন্ন ধারার ছবিতে বন্দি করবেন বলে?

“কখনওই না”, বললেন কৌশিক। তাঁর সাফ জবাব, “ছবিতে দেব-শুভশ্রী জুটিকে নিইনি কিন্তু। ছবির চিত্রনাট্য, চরিত্র ওঁদের চেয়েছিল। তাই ওঁদের বেছেছি।” একটু থেমে যোগ করেছেন, “আমার ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনেতা। স্টার, সুপারস্টার, মেগাস্টার— কিচ্ছু নন। দেব-শুভশ্রীও তাই। তারকা নন, একজন অভিনেতা যে ভাবে কাজ করেন। ওঁরা সে ভাবেই কাজ করেছেন। খুব পরিশ্রম করে যত্নের সঙ্গে প্রত্যেকটা দৃশ্যে অভিনয় করেছেন উভয়েই।” ওঁদের এই যত্ন, নিষ্ঠা তাঁদের জাত চিনিয়ে দিয়েছে, মনে করেন কৌশিক। “সোনার ক্যারেটটা তো এক থাকবে। গয়নার ডিজ়াইন বদলে যেতে পারে”, দেব-শুভশ্রী প্রসঙ্গে উপমা তাঁর।

শুটিংয়ে কী কী করেছেন তাঁরা? নেপথ্য কাহিনি শুনতে চাইতেই পরিচালক অনর্গল। দেব-শুভশ্রী যত বার শটের প্রয়োজন তত বার হাসিমুখে দিয়েছেন। শট দেওয়ার আগে পরিচালকের সঙ্গে, প্রয়োজনে দেবের সঙ্গে আলোচনা করেছেন। এ ছাড়া, নৈনিতালে বরফের মধ্যে শুটিং। স্পট বয়দের সঙ্গে দেব বেলচা দিয়ে বরফ সরিয়েছেন! এতটাই ছবির মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন নিজেকে।

বাস্তবেও যদি এমন হত?

বাস্তবেও যদি এমন হত? ছবি সংগৃহীত।

আর রোমান্টিক দৃশ্যে? ছবির শুটিংয়ের তিন বছর আগে বিচ্ছেদ ঘটে গিয়েছে জুটির! দেব-শুভশ্রী একসঙ্গে আর ছবি করেন না। “আমার কাছে সেটা ধর্তব্যের মধ্যেই পড়ে না”, নিজস্ব ভঙ্গিতে কৌশিক সামলেছেন এই প্রশ্ন। সপাট বলেছেন, “কারও ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনও আগ্রহ নেই। ইদানীং এটাই ট্রেন্ড সংবাদমাধ্যম এবং সমাজমাধ্যমে। তারকাদের বিবাহ আর বিচ্ছেদ— এই নিয়েই রয়েছে বেশির ভাগ।” পরিচালক জানিয়েছেন, তিনি অন্য রকম ভাবেন, শুভশ্রী তাঁর সন্তানদের কী ভাবে সামলান? সেই বিষয়ে। কিংবা প্রযোজক দেব নতুন কী ছবি আনতে চলেছেন। “ব্যক্তিগত জীবনকে আমি ব্যক্তিগত রাখতেই ভালবাসি। সেটা নিজের হোক কিংবা অন্যের। আমার ব্যক্তিগত জীবনে কিন্তু কাউকে ঢুকতে দিই না।”

পরিবেশ হাল্কা করতেই যেন স্মিত হেসে কৌশিকের আরও সংযোজন, “ওঁরা প্রচণ্ড প্রফেশনাল। ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে যাবতীয় ব্যক্তিগত অনুভূতি দূরে সরিয়ে রাখতেন। আর চিত্রনাট্য মেনে ক্যামেরার সামনে তুমুল প্রেম করতেন! পর্দায় যা দেখলে দর্শকদের মনে হবে, এই প্রেম বুঝি ফুরনোর নয়।”

Dev Subhashree Ganguly dhumketu Kaushik Ganguly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy