Advertisement
E-Paper

ছবির খুদে এখন নায়িকা, চিনতে পারছেন?

এই তিনজনই অভিনেত্রী। পর্দায় নিজস্ব ক্যারিশ্মা ছড়িয়েছেন। দেখে হয়তো বুঝতে পারছেন, মা সাজিয়ে দিচ্ছেন মেয়েদের। টিকলি, টিপ, ওড়নায় সেজে উঠছে খুদেরা।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ মে ২০১৮ ১৩:২৪
ছবিতে কারা রয়েছেন বুঝতে পারছেন? ছবি: টুইটারের সৌজন্যে।

ছবিতে কারা রয়েছেন বুঝতে পারছেন? ছবি: টুইটারের সৌজন্যে।

হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছে দুই খুদে। তাদের সাজিয়ে দিচ্ছেন এক মহিলা। এরা কারা বলুন তো?

এই তিনজনই অভিনেত্রী। পর্দায় নিজস্ব ক্যারিশ্মা ছড়িয়েছেন। দেখে হয়তো বুঝতে পারছেন, মা সাজিয়ে দিচ্ছেন মেয়েদের। টিকলি, টিপ, ওড়নায় সেজে উঠছে খুদেরা।

এ বার হয়তো আপনি চিনতে পেরেছেন। ঠিকই ধরেছেন। ছবিটি মুনমুন সেন এবং তাঁর দুই কন্যা রাইমা এবং রিয়ার। সে সময় মুনমুন অভিনয় নিয়ে তুমুল ব্যস্ত। তবুও বাড়িতে মেয়েদের সময় দিতেন তিনি।

আরও পড়ুন, ছেলেকে নিয়ে অন্য উড়ান ‘মিসেস ইন্ডিয়া’ চুমকির

বৃহস্পতিবার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাইমা। ক্যাপশনে লিখেছেন ‘মেমরিজ…।’ পুরনো অ্যালবাম থেকে উঁকি দেওয়া মুহূর্তরা কখনও উদাস করে তোলে। সেই মুহূর্তদেরই অনুরাগীদের সঙ্গেও ভাগ করে নিতে চান নায়িকা। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে তাঁদের ছোটবেলার ছবি দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে।

বৃহস্পতিবারএইছবিটিসোশ্যালমিডিয়ায়শেয়ারকরেছেনরাইমা।ক্যাপশনেলিখেছেন‘মেমরিজ…।’পুরনোঅ্যালবামথেকেউঁকিদেওয়ামুহূর্তরাকখনওউদাসকরেতোলে।সেইমুহূর্তদেরইঅনুরাগীদেরসঙ্গেওভাগকরেনিতেচাননায়িকা।সোশ্যালমিডিয়ায়এইমুহূর্তেতাঁদেরছোটবেলারছবিদর্শকদেরপছন্দেরতালিকারশীর্ষে।

Raima Sen রাইমা সেন Tollywood Celebrities
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy