Advertisement
১৫ জুন ২০২৪
Drishyam 2

১০০ কোটি সাত দিনে! বক্স অফিস কাঁপাচ্ছে অজয় দেবগনের ‘দৃশ্যম ২’

করোনা অতিমারির পরবর্তী সময়ে বক্স অফিসে কামাল করেছিল কার্তিক আরিয়ানের ছবি ‘ভুল ভুলাইয়া ২’। এ বার কার্তিকের ছবিকে পিছনে ফেলে দিল অজয়ের ‘দৃশ্যম ২’।

সাত দিনে চমকে দিল ‘দৃশ্যম ২’।

সাত দিনে চমকে দিল ‘দৃশ্যম ২’। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ১৫:৩৮
Share: Save:

মন্দার বাজারে ‘দৃশ্যম ২’ বলিউডের আলোর দিশারি। চলতি বছরের বাণিজ্যসফল ছবি কার্তিক আরিয়ানের ‘ভুল ভুলাইয়া ২’-এর প্রথম সপ্তাহের আয়কেও ছাপিয়ে গিয়েছে ‘দৃশ্যম ২’-এর আয়। ইতিমধ্যেই ‘দৃশ্যম ৩’-এর প্রস্তুতি শুরু করে দিয়েছেন নির্মাতারা। প্রথম থেকেই বক্স অফিসে সাফল্য এনে দিয়েছে এই ছবি। সাত দিনের মাথায় ১০০ কোটির ক্লাবে প্রবেশ করল এই অজয় দেবগনের ‘দৃশ্যম ২’।এই ছবি সাত দিনের মাথায় ১০৪ কোটির অঙ্ক ছুঁয়েছে বক্স অফিসে। সে দিক থেকে দেখলে করোনা অতিমারির পরবর্তী সময় মুক্তি পাওয়া হিট হিন্দি ছবি ‘ভুল ভুলাইয়া ২’, ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর মতো ছবিকে পিছনে ফেলে দিয়েছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ২’।

২০১৩ সালে জীতু জোসেফ তৈরি করেছিলেন মালয়ালম ছবি ‘দৃশ্যম’। ২০১৫ সালে সেই ছবিরই হিন্দি রূপান্তর তৈরি করেছিলেন পরিচালক নিশিকান্ত কামাত। সেই সময়ে ওই রকম একটা টানটান থ্রিলার দেখে নড়েচড়ে বসেছিলেন দর্শকরা। সেই ছবির সিক্যুয়েল মালয়ালমে ইতিমধ্যেই গত বছর বানিয়ে ফেলেছেন জীতু জোসেফ। মোহনলাল অভিনীত ‘দৃশ্যম ২’ ছবিটি অনেকেই ঘরে বসে ওটিটি-তে দেখে ফেলেছেন। এ বার হিন্দিতে সেই সিক্যুয়েল পেয়ে দর্শকের উন্মাদনা তুঙ্গে। দ্বিতীয় পর্বের পরিচালনার দায়িত্ব পেয়েছেন ছবির প্রযোজক কুমার মঙ্গতের পুত্র অভিষেক পাঠক। এই ছবির তৃতীয় পর্বেরও দায়িত্ব পেয়েছেন তিনি। উল্লেখ্য, এই ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি একই দিনে মালয়ালম এবং হিন্দি— দুই ভাষাতেই মুক্তি পাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE