সত্তরের দশকের মাঝামাঝি সময়ে বাঙালির শৈশবকে ভাষার ছন্দে মাতিয়ে তুলেছিল 'দেবসাহিত্য কুটির'-এর 'হাঁদা ভোঁদা'। এক অতি চালাক ও অপর এক সাদামাঠা গোলগাল চেহারার দুই বালক ও তাদের ছাত্রাবাস জীবনের ছোট ছোট মজার গল্প 'কমিকস' রূপে বাংলার ছোটদের মনে এক লহমায় জয় করে নিয়েছিল। আর এই দুই কাল্পনিক চরিত্র যাঁর কলমের আঁচরে ও গল্পের বিন্যাসে বাস্তব রূপ পেয়েছিল তিনি স্বর্গীয় নারায়ণ দেবনাথ। প্রফুল্লচন্দ্র লাহিড়ি ও কাফি খাঁ'র পরবর্তী সর্বাধিক জনপ্রিয় ও দীর্ঘকালীন সাফল্যের কমিকস শিল্পই হিসেবে যিনি সমাদৃত হয়েছেন সুদীর্ঘ পঞ্চাশ বছর ধরে। তাঁর হাত দিয়েই একে একে জন্ম নিয়েছে বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায় প্রভৃতি বিখ্যাত কার্টুন চরিত্রেরা। যা ক্রমেই বাংলার সংস্কৃতির ধারক হয়ে উঠেছে। বর্তমান সময়ে বিদেশী ডিসি কমিকস বা মারভেল-এর দাপটে যখন একের পর কেবল চ্যানেল আর মাল্টিপ্লেক্স 'স্ট্যান লি'র সৃষ্টি অনুসরণ করে চলেছে সেখানে বইয়ের পাতা থেকে অ্যানিমেশন ভিডিয়ো হয়ে এখনও ছোট থেকে বড় সকলের কাছে সমান ভাবে সমাদৃত 'বাঁটুল দি গ্রেট', 'নন্টে ফন্টে' বা 'হাঁদা ভোঁদা'।