২০০ কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউডের বেশ কয়েক জন নায়িকার যোগাযোগ ছিল। সুকেশকে জিজ্ঞাসাবাদের পর এমন পাঁচ জনের একটি তালিকা তৈরি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই নায়িকাদের মধ্যে কেউ সুকেশের থেকে বহুমূল্য উপহার পেয়েছেন। অনেকে আবার প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তাঁর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন।
সেই পাঁচ নায়িকাকে খুব শীঘ্রই জিজ্ঞাসাবাদ করবে ইডি। আপাতত এই প্রতারণা মামলায় তাঁদের সাক্ষী হিসেব গণ্য করা হচ্ছে। এই নায়িকারা আদৌ সুকেশের আসল পরিচয় জানতেন কি না এবং কেন তাঁরা সুকেশের কাছ থেকে উপহার নিয়েছিলেন, সে বিষয়ে তদন্ত করা হবে।