করোনা সংক্রমণ নিয়ে সচেতনতা বাড়াতে ‘সেফ হ্যান্ড চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে চরম ট্রোলের শিকার হলেন পরিচালক একতা কপূর।
করোনা ঠেকাতে কীভাবে হাত ধোয়া উচিত তা নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য শুক্রবার একটি ভিডিয়ো পোস্ট করেন একতা। সেখানেই দেখা যায়, দু’হাত ভর্তি গয়না, ব্রেসলেট পরেই হাত ধুচ্ছেন একতা। এর পরেই রাতারাতি হাসির খোরাকে পরিণত হন পরিচালক।
‘অত গয়না পরে কে হাত ধোয়?’ প্রশ্ন তোলেন নেটাগরিকদের একাংশ। আর একজন লেখেন, “এত আংটি, গয়নাগাটি পরে হাত ধুয়ে আপনি শুধু সময়ই নষ্ট করেননি। স্যানিটাইজার, পয়সা এবং জলও নষ্ট করেছেন।”
ট্রোলে ছেয়েছে ইনস্টাগ্রামের দেয়াল
তবে স্মৃতি ইরানি, হুমা কুরেশি-সহ একাধিক নামজাদা ব্যক্তিত্ব একতার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি ট্রোল হওয়া নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি একতা।
দেখুন একতার ভিডিয়ো
দিন দু’য়েক আগে ‘সেফ হ্যান্ড চ্যালেঞ্জ’-এ অংশ নিয়ে ট্রোলড হয়েছিলেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহানও। কল বন্ধ না করে হাত ধোয়ার জন্য সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে।