দিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের ফোন। সচরাচর ফোন ধরেন না তিনি। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। ওই ফোনে হিন্দিতে তাঁকে জানালো হয়, তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হবে। তিনি কি এই সম্মান নেবেন?
আনন্দবাজার অনলাইনের ফোন ধরেছেন সন্ধ্যা মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এ ভাবে কেউ পদ্মশ্রী দেয়? এরা জানে না আমি কে! নব্বই বছরে আমায় শেষে পদ্মশ্রী নিতে হবে? আর এই ফোন করে বললেই চলে যাব আমি? শিল্পীদের কোনও সম্মান নেই আর।’’