Advertisement
E-Paper

নতুন সম্পর্কে এষা দেওলের প্রাক্তন স্বামী! ভরতের নতুন প্রেমিকা মেঘনা আসলে কে?

২০২৩-এর ফেব্রুয়ারি মাসে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন এষা ও তাঁর প্রাক্তন স্বামী। সম্প্রতি মেঘনা লখানির সঙ্গে নতুন সম্পর্কের কথা ঘোষণা করেছেন ভরত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ১৬:২৩
এষার প্রাক্তন স্বামী ভরতের প্রেমিকা মেঘনা আসলে কে?

এষার প্রাক্তন স্বামী ভরতের প্রেমিকা মেঘনা আসলে কে? ছবি: সংগৃহীত।

১৪ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন এষা দেওল ও ভরত তখ্তানী। ২০২৩-এ বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। বিচ্ছেদের দু’বছর পূর্ণ হতেই নতুন সম্পর্কে জড়ালেন ভরত। খবর প্রকাশ্যে আসতেই অনেকের কৌতূহল তাঁর এই নতুন প্রেমিকা মেঘনা লখানীকে নিয়ে।

২০০৯ সালে বিয়ে করেছিলেন এষা ও ভরত। তাঁদের রয়েছে দুই কন্যাসন্তান— রাধ্যা ও মিরায়া। ২০২৩-এর ফেব্রুয়ারি মাসে বিচ্ছেদের কথা ঘোষণা করেছিলেন এষা ও তাঁর প্রাক্তন স্বামী। সম্প্রতি মেঘনা লখানীর সঙ্গে নতুন সম্পর্কের কথা ঘোষণা করেছেন ভরত। মেঘনা পেশায় উদ্যোগপতি। ২০১৯ সালে তৈরি হওয়া আরবের একটি সংস্থার মালকিন তিনি। উচ্চমানের টেকসই এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদন করে এই সংস্থা। জানা গিয়েছে মেঘনার লিংক্‌ডইন মাধ্যম থেকে।

লন্ডনের ইউনিভার্সিটি অফ আর্ট্‌স থেকে স্নাতক মেঘনা। এর পরে একটি বিজ়নেস স্কুল থেকে এমবিএ করেছেন। ২০০৭ সালে নামী বিমানসংস্থায় কর্মরত ছিলেন। এটিই মেঘনার প্রথম চাকরি। ২০১৮ সাল থেকে নিজের ব্যবসায় মন দেন।

কিছু দিন আগেই ইউরোপে একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল ভরত ও মেঘনাকে। ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গিয়েছিল, ভরতের বাহুডোরে ধরা দিয়েছেন মেঘনা। সেই ছবিই ভাগ করে নিয়ে মেঘনা তাঁর সমাজমাধ্যমে লিখেছিলেন, “এখান থেকেই সফর শুরু।”

প্রাক্তন স্বামীর নতুন প্রেমের খবর প্রকাশ্যে এলেও কোনও প্রতিক্রিয়া দেননি হেমা মালিনীর কন্যা। ঘনিষ্ঠ পরিজনকে নিয়ে ইস্কনের মন্দিরে বিয়ে করেছিলেন এষা ও ভরত। বিয়েতে ছিল না কোনও আতিশয্য। ২০১৭ সালে জন্ম নেয় এষা-ভরতের প্রথম কন্যা রাধ্যা। ২০১৯-এ তাঁদের কোলে আসে দ্বিতীয় কন্যা সন্তান মিরায়া।

Esha Deol bharat takhtani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy