সময় পেলেই কেদারনাথে পুজো দিতে যান সারা আলি খান। এ নিয়ে একাধিক বার কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। তবে তাতে কান দেননি। এ বার বারাণসীতে গিয়ে পুজো দিলেন সারা। সমাজমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ল সেই দৃশ্য।
পরনে সাদা রঙের সালোয়ার কামিজ় ও ওড়না। টেনে বাঁধা চুল। মাথায় পুজোর টিকা, হাতে আরতির থালা। এই বেশে দেখা গেল সারাকে। শনিবার রাতে বারাণসীর দশাশ্বমেধ ঘাটে পুজো দিতে পৌঁছে গিয়েছিলেন তিনি। ঘাটে উপস্থিত অন্য ভক্তদের সঙ্গে বসেই পুজো দিচ্ছিলেন তিনি। দু’চোখ বুজে প্রার্থনা করতেও দেখা যায় সারাকে। ভিন্ধর্মের হলেও, সারাকে প্রায়ই পুজো-অর্চনা করতে দেখা যায়। অভিনেত্রীর প্রথম ছবি ‘কেদারনাথ’ বক্স অফিসে সফল হয়েছিল। সেই ছবির পর থেকে প্রায়ই কেদারনাথের মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। সম্প্রতি গণেশচতুর্থীতেও পুজো করতে দেখা গিয়েছে তাঁকে।
আরও পড়ুন:
বর্তমানে ‘পতি পত্নী অউর উয়ো ২’-এর শুটিং নিয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ব্যস্ত সারা। কিছু দিন আগেই শুটিংয়ের সময় ছবির কলাকুশলীদের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন প্রয়াগরাজের স্থানীয়রা। অভিযোগ, স্থানীয়েরা নাকি কলাকুশলীদের মারধরও করেন। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। স্থানীয়দের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আবেদন করেছিল ‘অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন’।
ওই ঘটনায় উত্তরপ্রদেশের নিরাপত্তা নিয়ে প্রশ্নও ওঠে। ঘটনাটি ছবির নায়ক-নায়িকা অর্থাৎ আয়ুষ্মান খুরানা ও সারা আলি খানের সামনেই ঘটেছিল। মুদাস্সির আজ়িজ় পরিচালিত ছবিতে ওয়ামিকা গব্বীও অভিনয় করছেন। এই ছবির প্রিকুয়েলে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে ও ভূমি পেডনেকর।