কিছু কিছু সময় কেবল একলা যাপনের। দূরে কোথাও, নিজের সঙ্গে একা। রোজকার ব্যস্ততা ভুলে দু’দণ্ড জিরিয়ে নেওয়া। আপাতত তেমন একান্ত-যাপনের খোঁজেই মায়ামি সৈকতে পাড়ি দিয়েছেন এষা গুপ্ত। ছুটি কাটাচ্ছেন নোনা বাতাস মেখে। ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে তাঁর ‘আশ্রম ৩’। সিরিজের এই সিজনেও অঢেল সাফল্য। ফুরফুরে মেজাজে তাই পছন্দের বিকিনিতে ফিরে গিয়েছেন অভিনেত্রীও।
অনুরাগীরা বলেন, তিনি বিকিনিতেই সুন্দর। এমন অপরূপ লাবণ্যমাখা শরীর খোলামেলা পোশাকেই ধরা দেয়! এষার সংগ্রহেও তাই কত যে বিকিনি, হিসেব নেই। মায়ামির সাগর পারেও রোদমাখা সেই সাজেই নজর কাড়লেন কন্যে।