একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল। শরীরে সমস্যা নিয়ে দিনকয়েক আগে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি ছিলেন জনপ্রিয় ওড়িয়া গায়ক হুমানে সাগর। হাসপাতাল সূত্রে খবর, ১৭ নভেম্বর রাত ৯.০৮ মিনিটে প্রয়াত হন তিনি। মাত্র ৩৪ বছরেই স্তব্ধ গায়ক। তাঁর পরিবারের তরফ থেকে এখনও আনুষ্ঠানিক বিবৃতি জারি হয়নি।
হাসপাতাল সূত্রে আরও খবর, ফুসফুসের সংক্রমণ, যকৃৎ বিকল, হৃদ্রোগ, কিডনির সমস্যা, রক্ত জমাট বাঁধার সমস্যা এবং কম প্লেটলেট-সহ বেশ কয়েকটি গুরুতর অসুস্থতায় ভুগছিলেন গায়ক। তাঁর মৃত্যুর খবরে সঙ্গীতদুনিয়া শোকস্তব্ধ।
ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি এক্স হ্যান্ডেল-এ (সাবেক টুইটার) হুমানে সাগরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, “নেপথ্যশিল্পী হুমানে সাগরের মৃত্যুতে গভীর শোকাহত। ওঁর প্রয়াণে সঙ্গীত ও চলচ্চিত্রদুনিয়ায় শূন্যতা তৈরি হল। ওঁর পরিবারকে সমবেদনা জানাই। হুমানের আত্মার শান্তি কামনা করি।” ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও শোকপ্রকাশ করেছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “হুমানে সাগরের মৃত্যুর খবর পেয়ে শোকস্তব্ধ। তাঁর হৃদয়স্পর্শী অজস্র গান শ্রোতারা মনে রাখবেন। গায়কের আত্মার শান্তিকামনার পাশাপাশি ওঁর পরিবারকেও সমবেদনা জানাচ্ছি।”
হুমানের শেষ রেকর্ডিং এখন ভিডিয়ো আকারে ছড়িয়ে পড়েছে। ঝলকে দেখা গিয়েছে, তিনি একটি রেডিয়ো স্টেশনে ‘ভাগ্যরেখা’ গানটি গাইছেন। প্রসঙ্গত, গানটি ২০২৪-এর একটি ওড়িয়া অ্যালবাম ‘ভাগ্যরেখা’য় শোনা গিয়েছিল। এই ভিডিয়ো যে তাঁর শেষ ভিডিয়ো হবে, কে জানত!