অধুনা, ফারহান এবং শিবানী।
ধরুন, আপনার বিবাহবিচ্ছেদ হয়েছে। নতুন করে প্রেমে পড়েছেন। সে খবর সকলেরই জানা। হঠাত্ কোনও এক অনুষ্ঠানে প্রাক্তন স্ত্রী এবং প্রেমিকার দেখা হয়ে গেল…। পরিস্থিতি কি আরও গম্ভীর হয়ে উঠবে? নাকি নিজের মতো করে সামলে নেবেন দুই নারী? সদ্য এমনই পরিস্থিতি হল ফারহান আখতারের জীবনে।
অধুনা ভবানীকে ২০০০-এ ফারহান বিয়ে করেছিলেন। তাঁদের দুই মেয়ে রয়েছে শাক্য এবং আকিরা। ২০১৭-এ তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। তার পর থেকেই শিবানী দান্ডেকরের সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছে। প্রায় এক বছর ধরে প্রেম করছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবিও শেয়ার করেন। শোনা যাচ্ছে, খুব তাড়াতাড়ি হয়তো বিয়েও করবেন ফারহান-শিবানী। আংটি বদলও নাকি হয়ে গিয়েছে এই জুটির। এই আবহেই হঠাত্ দেখা হল অধুনা এবং শিবানীর। মুহূর্তেই সে ছবি ভাইরাল হল সোশ্যাল ওয়ালে।
গত শনিবার মুম্বইতে রুটস প্রিমিয়ার লিগে অংশ নিতে পৌঁছেছিলেন ফারহান এবং শিবানী। দু’জনেই ছিলেন বন্ধুদের সঙ্গে। কিন্তু তাও তাঁদের পাশাপাশি ছবি তোলার সুযোগ পেয়েছেন পাপারাত্জিরা। তবে দু’জনের মধ্যে কোনও কথা হয়েছে কিনা তা জানা যায়নি।
আরও পড়ুন, ‘আমি ভাগ্যবান #মিটু ফেস করিনি, কিন্তু কেন ভাগ্যবান বলব বলুন তো?’
#shibanidandekar and #adhunabhabani
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)