Farhan Akhtar Suffers Hairline Fracture During Toofan Shoot dgtl
‘হেয়ার লাইন ফ্র্যাকচার’, ছবি পোস্ট করে জানালেন নায়ক
‘তুফান’-এ ফারহানের চরিত্রটি একজন বক্সারের। সিনেমায় চরিত্রকে ঠিক ভাবে ফুটিয়ে তোলার জন্য পরিশ্রমের অন্ত রাখছেন না অভিনেতা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ১৪:৫৯
হাড় ভেঙেছে ফারহান আখতারের।
পরবর্তী ছবি ‘তুফান’-এর শুটিংয়ে আহত হলেন অভিনেতা ফারহান আখতার। রবিবার ইনস্টাগ্রামে এক্স-রে-এর ছবি শেয়ার করে ফারহান লেখেন, ‘প্রথম বার বক্সিং করতে গিয়ে আহত হলাম। হাতের হ্যামেট বোনে হেয়ার লাইন ফ্র্যাকচার দেখা গিয়েছে।’
‘তুফান’-এ ফারহানের চরিত্রটি একজন বক্সারের। সিনেমায় চরিত্রকে ঠিক ভাবে ফুটিয়ে তোলার জন্য পরিশ্রমের অন্ত রাখছেন না অভিনেতা। নিয়ম মেনে চলছে বক্সিংয়ের পাঠও। সেখান থেকেই কোনওভাবে ওই বিপত্তি।
ওই ছবিতে ফারহানের কোচের ভূমিকায় দেখা যাবে পরেশ রাওয়ালকে। এ ছাড়াও রয়েছেন ম্রুনাল ঠাকুর, ঋষি কপূর প্রমুখ। রাকেশ মেহেরা পরিচালিত ‘তুফান’ মুক্তি পাবে পরের বছর।
আরও পড়ুন-সুইমসুটে মনামি, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ট্রাভেল ডায়েরি
এর আগে রাকেশের পরিচালনায় ‘ভাগ মিলখা ভাগ’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল ফারহানকে। অ্যাথলিট মিলখা সিংহের জীবন নিয়েই গল্প বলেছিল সেই ছবি। বক্স অফিসেও দারুণ সফলসেই ছবি কুড়িয়েছিল দর্শকদের প্রশংসাও। আবারও ফিরছেন রাকেশ-ফারহান জুটি।