সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’-তে গুলশন গ্রোভার তাঁর নতুন বই ‘ব্যাড ম্যান’-এর প্রকাশের জন্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন । তাঁর সঙ্গী হয়ে এসেছিলেন ১৯৮০ এবং ১৯৯০-এর দশকের আরও দুই নামী ‘ভিলেন’ এবং 'ভ্যাম্প' রঞ্জিত এবং বিন্দু দেশাই।
আড্ডার মাঝেই কপিল অতিথিদের কাছে প্রশ্ন রেখেছিলেন, তাঁদের রিল লাইফের প্রভাব রিয়েল লাইফেও কখনও পড়েছে কি না।
উত্তর 'ভ্যাম্প' বিন্দু বলেন, তাঁর বান্ধবীদের মধ্যে একজনের স্বামী অভিনেত্রীর কাছে এলে তিনি চিন্তায় থাকতেন। পাছে বিন্দু তাঁর স্বামীকে ‘চুরি’ করে নেন!