এ কী! এটা কী দেখা যাচ্ছে!
হাসিমুখে আস্ত একটা আরশোলা খেতে চলেছেন অনন্যা পাণ্ডে।
নাহ, কোনও ছবির দৃশ্য নয়। চাঙ্কি-কন্যা স্বয়ং এই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে।
চিন্তা নেই। আসল আরশোলা নিয়ে পোজ দিচ্ছেন না বলিউডের এই স্টারকিড। বরং তার ডামি নিয়েই বীরত্ব জাহির করছেন ক্যামেরার সামনে।
ক্যাপশনে লিখেছেন, ‘সত্যি বলছি, আমি বিষয়টা বুঝিয়ে বলতে পারি। আজ রাত ৮টায় জি সিনেমায় খালি পিলি দেখবেন'।এর পর কিছুটা মজা করেই বললেন, ‘কোনও পতঙ্গকে আঘাত করা হয়নি'।