খানিকটা নীরবেই বিদায় নিলেন ধর্মেন্দ্র! এমনটাই ক্ষোভ অনুরাগীদের। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ অভিনেতার জুহুর বাড়ি থেকে একটা অ্যাম্বুল্যান্স বার হয়। তার পরেই পবনহংস শ্মশানে দেওল পরিবার থেকে বলিউডের তারকাদের ভিড়। প্রায় ২টোর মধ্যে সম্পন্ন হয় অভিনেতার অন্ত্যোষ্টিক্রিয়া। তার পর থেকেই শ্মশানে ভিড় জমতে থাকে অনুরাগীদের। সকলের একটাই আক্ষেপ, ‘‘দেওল পরিবার জানাতে পারত এক বার, শেষবারের জন্য দেখতাম।’’ কেউ কেউ আবার কাঁদছেন।
আরও পড়ুন:
সোমবার দুপুর থেকে শ্মশানের বাইরে ভিড়। হাজারো অনুরাগীর জমায়েত। কেউ ক্ষোভ প্রকাশ করছেন, কেউ আক্ষেপ করছেন, চোখের দেখা দেখতে পেলেন না। এক মহিলা অনুরাগী কাঁদছেন আর বাইরে মোতায়েন পুলিশকে অনুরোধ জানাচ্ছেন, একটি বার যেন তাঁকে ঢুকতে দেওয়া হয়। অভিনেতার জন্য তিনি টাকার বান্ডিল পোড়াবেন।
বেশ কিছু সন্ন্যাসী জড়ো হন শ্মশানের বাইরে। তাঁদেরও একটাই আক্ষেপ, দেওল পরিবার অন্তত একবার জানাতে পারত। তাঁদের কথা, ‘‘এত বড় তারকা এমন নীরবে চলে যাওয়া মানতে পারছি না।’’ চলতি মাসের ১১ তারিখ অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সেই সময় তীব্র ক্ষোভ প্রকাশ করেন অভিনেতা-পুত্র সানি দেওল থেকে কন্যা ঈশা দেওল। কিন্তু ২৪ নভেম্বর খানিক সকলের চোখে আড়াল দিয়ে অভিনেতা অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করেন তাঁর ছেলেমেয়েরা।