ওঁদের প্রেম এক সময় নাকি উদাহরণ হয়ে উঠেছিল! সে প্রেম নিয়ে কম জলঘোলাও হয়নি। সুশান্ত সিংহ রাজপুত-রিয়া চক্রবর্তী। অভিনেতার অকালমৃত্যু তাঁদের সম্পর্ককেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। রিয়া নাকি সুশান্তকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, তাঁকে খুন করেছেন— এমন অভিযোগ থানায় এবং আদালতে করেছিলেন প্রয়াত অভিনেতার বাবা। অভিনেত্রীকে ২৮ দিন সংশোধনাগারে কাটাতে হয়েছিল। রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে বলিউড কার্যত ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছিল।
পরিচালক-চিত্রনাট্যকার রুমি জাফরি কিন্তু সে কথা বলছেন না। তিনি সুশান্ত-রিয়ার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। ফলে, খুব কাছে থেকে দেখেছেন তাঁদের। সেই অভিজ্ঞতা বলছে, তাঁরা পরস্পরকে খুব ভালবাসতেন। পরিচালকের কথায়, “সুশান্ত ভীষণ ছটফটে, সদাচঞ্চল। ওকে একমাত্র রিয়া সামলাতে পারত। সে-ও সব সময় প্রয়াত অভিনেতার পাশে থাকত।” রুমির মতে, সুশান্ত এতটাই ভালবাসতেন রিয়াকে যে জীবন পর্যন্ত দিয়ে দিতে পারতেন। ওঁদের এই ভালবাসা তিনি পর্দায় তুলে ধরার কথা ভাবছেন। ১৪ জুন, অভিনেতা বন্ধুর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে সে কথা ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন:
গত পাঁচ বছর সুশান্ত নেই। রুমি এখনও অনুভব করেন বন্ধুর উপস্থিতি। অভিনেতা তাঁকে ছেড়ে যাননি, তাঁর আশেপাশেই আছেন, প্রায়ই মনে হয় তাঁর। সেই উপলব্ধি থেকেই এই ছবির বানানোর তাগিদ তাঁর। পরিচালক ইতিমধ্যেই চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছেন। সুশান্তের ভূমিকায় কাকে দেখা যাবে? রুমি এখনও কাউকে ওই চরিত্রের জন্য বাছেননি। খবর, তাঁর পছন্দের তালিকায় নাকি বেদাঙ্গ রায়না আছেন। রিয়া কি নিজের ভূমিকায় নিজেই অভিনয় করবেন? পরিচালক বা অভিনেত্রী বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি।