Advertisement
E-Paper

পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে প্রথম জুটি, কেমন অভিজ্ঞতা কঙ্কনার? ‘খুব ভাল শিক্ষক’, দাবি তাঁর

এই প্রথম অভিনেতার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করলেন কঙ্কনা। সেটে শুটিংয়ের ফাঁকে কী করতেন তাঁরা?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৪:৪৫
জুটিতে কঙ্কনা সেনশর্মা, পঙ্কজ ত্রিপাঠী।

জুটিতে কঙ্কনা সেনশর্মা, পঙ্কজ ত্রিপাঠী। ছবি: সংগৃহীত।

পঙ্কজ ত্রিপাঠীর সঙ্গে তাঁর প্রথম অভিনয় ২০০৬ সালে, ‘ওমকারা’ ছবিতে। ছবিতে কঙ্কনা সেনশর্মা যদিও জুটি বাঁধেননি। তাঁকে দেখা গিয়েছিল সইফ আলি খানের বিপরীতে। মাঝে ১৯টা বছর কেটে গিয়েছে। আরবসাগর দিয়ে অনেক জল প্রবাহিত। পঙ্কজের সঙ্গে কঙ্কনা প্রথম জুটি বাঁধলেন অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো...’য়।

কেমন অভিজ্ঞতা তাঁর? চেনা পঙ্কজকে খুঁজে পেলেন তিনি? না কি, ১৯ বছরে অনেক বদলে গিয়েছেন?

আনন্দবাজার ডট কম প্রশ্ন রেখেছিল তাঁর কাছে। কঙ্কনা শুরুতে জানালেন, অনেকটাই বদলে গিয়েছেন পঙ্কজ! “আরও ভাল অভিনেতা হয়েছেন। আরও ক্ষুরধার তাঁর অভিনয়। নিজেকে অনেক বদলে নিয়েছেন। এই পঙ্কজের সঙ্গে কাজ করে আমি নিজেকে আরও উন্নতি করতে পেরেছি”, পরমুহূর্তে হাসতে হাসতে জানিয়েছেন তিনি। যদিও শুটিংয়ের আগে নাকি অভিনেত্রী একটু দ্বিধায় ছিলেন। কতটা বদলে গিয়েছেন তাঁর চেনা অভিনেতা? ভাবিয়েছিল তাঁকেও।

প্রচার অনুষ্ঠানে পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা।

প্রচার অনুষ্ঠানে পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কনা সেনশর্মা। ছবি: সংগৃহীত।

সাজ করতে গিয়ে কী দেখলেন? “কাজ করতে গিয়ে দেখলাম, বেশ আড্ডাবাজ। শুটের ফাঁকে যখনই অবসর পেতাম, মন খুলে আড্ডা দিতাম আমরা। পঙ্কজ রীতিমতো হইহই করতেন। যখনই ‘অ্যাকশন’ শব্দটি কানে যেত তখনই সব ভুলে চরিত্রে ডুব। ওই পঙ্কজকে চিনতে পারতাম না”, বলেছেন কঙ্কনা। ছবির প্রচারে বেরিয়ে অবশ্য পঙ্কজ একটুও গম্ভীর নন। কঙ্কনা তো বটেই, দলের বাকিদের সঙ্গেও সমান তালে মজা করছেন। অভিনেত্রী অনুরাগের ‘লাইফ... ইন এ মেট্রো’তেও অভিনয় করেছিলেন। পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রায় কপূর, ফতিমা সানা শেখ-সহ বাকি অভিনেতারা সিক্যুয়েলে প্রথম অভিনয় করলেন।

শুধু আড্ডা নয়, ছবির পরের দৃশ্য নিয়েও আলোচনা করতেন তাঁরা, কথায় কথায় কঙ্কনা এও জানিয়েছেন। তিনি বলেছেন, “পঙ্কজ খুব ভাল শিক্ষক। ওঁর সঙ্গে আলোচনা করে আমরা শট দিতাম। অনেক শক্ত শট একবারে ওকে হয়েছে পঙ্কজের জন্যই।” টলিউড যে কঙ্কনাকে অনেক দিন পায়নি। কবে আবার বাংলা ছবিতে অভিনয় করবেন তিনি? জবাবে মিষ্টি হাসি উপহার দিলেন অভিনেত্রী। জানালেন, তিনিও ‘মিস’ করছেন। কাজের আলোচনা চলছে। পছন্দসই চরিত্র পেলেই কাজ করবেন তিনি।

Konkona Sen Sharma Pankaj Tripathi Metro In Dino Anurag Basu
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy