গোরেগাঁও ফিল্ম সিটি স্টুডিয়োয় সোমবার (২৩ জুন) ভোরে কাহিনি-চিত্রনাট্যকার, প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায়ের প্রথম হিন্দি ধারাবাহিক ধারাবাহিক ‘অনুপমা’র সেটে ভয়াবহ আগুন লাগে। প্রাথমিক তথ্য অনুযায়ী, আন্দাজ ভোর সাড়ে ৬টা নাগাদ দুর্ঘটনা ঘটে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। জানা গিয়েছে, চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। ধারাবাহিকের মুখ্য চরিত্র ‘অনুপমা’ ওরফে রুপালি গঙ্গোপাধ্যায়-সহ বাকিরা সম্ভবত তখনও সেটে পৌঁছোননি। ফলে, তাঁরা নিরাপদেই আছেন। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল লীনার সঙ্গে। ধারাবাহিকের সেটে আগুন লাগার খবর আনন্দবাজার ডট কমের থেকেই প্রথম শোনেন তিনি। বলেন, “এখনও আমার কাছে কোনও খবর এসে পৌঁছোয়নি। ফলে, ঘটনা সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না।”
বৃহন্মুম্বই পুরসভা সংবাদমাধ্যমকে জানিয়েছে, আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। অনুমান, সেটে তাঁবুর একটি কাঠামো রয়েছে। সেখান থেকেই সম্ভবত প্রথম আগুন লাগে। দেখতে দেখতে আগুন ছড়িয়ে পড়ে। ধারাবাহিক ‘অনুপমা’র সেটটি দাদাসাহেব ফালকে চিত্রনগরীর হাতি গেটে মরাঠি ‘বিগ বস’ সেটের পিছনে অবস্থিত।
আরও পড়ুন:
পুরসভা থেকে আরও জানানো হয়েছে, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সঙ্গে সঙ্গে পুরসভা থেকে লেভেল-১ জরুরি অবস্থা ঘোষণা করা হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি জাম্বো ট্যাঙ্কার (জেটি)। সহকারী বিভাগীয় দমকল কর্মকর্তা (এডিএফও) এবং তিন জন স্টেশন অফিসার ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁদের তত্ত্বাবধানে আগুন নেভানোর কাজ চলে। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পরেই সর্বভারতীয় সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লুএ)-এর পক্ষ থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসকে ঘটনার কথা জানিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের আবেদন করা হয়েছে।