Advertisement
E-Paper

প্রিয়ঙ্কাকে নিয়ে বিজ্ঞাপন প্রকাশ, অসমে শুটিং করলে বিরাট ছাড় ঘোষণা হিমন্তর

হিমন্ত জানান, অসমে বাইরের ছবির শুটিংয়ে বিশেষ গুরুত্ব দেবে রাজ্য। অন্তত পাঁচটি ছবি তৈরির অভিজ্ঞতা থাকা পরিচালক বা প্রযোজনা সংস্থা রাজ্যে ইংরেজি বা হিন্দি সিনেমার শুটিং করলে খরচের ২৫ শতাংশ টাকা ফিরিয়ে দেবে রাজ্য।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৭ ১৭:৫২
বিজ্ঞাপনে প্রিয়ঙ্কা চোপড়া।

বিজ্ঞাপনে প্রিয়ঙ্কা চোপড়া।

অসমে শুটিং করতে এলে খরচের ২৫ শতাংশ ফিরিয়ে দেবে রাজ্য সরকার। অসমের গল্প নিয়ে ছবি হলে আরও ১০ শতাংশ ছাড় মিলবে। আজ অসম পর্যটনের বিজ্ঞাপন ও পর্যটন নীতি প্রকাশ করে এই ঘোষণা করেন পর্যটন ও অর্থমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। প্রিয়ঙ্কা চোপড়াকে ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করার পরে এই প্রথম তাঁকে নিয়ে বিজ্ঞাপন প্রকাশিত হল। বিশ্বজুড়ে অসম পর্যটনকে তুলে ধরতে এই বিজ্ঞাপনই রাজ্যের হাতিয়ার হতে চলেছে।

আরও পড়ুন, জটিল রোগ থেকে কামব্যাক করেছেন যে বলিউড সেলেবরা

হিমন্ত জানান, অসমে বাইরের ছবির শুটিংয়ে বিশেষ গুরুত্ব দেবে রাজ্য। অন্তত পাঁচটি ছবি তৈরির অভিজ্ঞতা থাকা পরিচালক বা প্রযোজনা সংস্থা রাজ্যে ইংরেজি বা হিন্দি সিনেমার শুটিং করলে খরচের ২৫ শতাংশ টাকা ফিরিয়ে দেবে রাজ্য। বিভিন্ন ক্ষেত্রে ছাড় মিলবে ২৫-৪৫ শতাংশ। গল্প অসমের হলে ছাড়ের পরিমাণ অতিরিক্ত ১০ শতাংশ। পর্যটনকে উৎসাহ দিতে বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা করা হবে। রাজ্যে পর্যটন পরিকাঠামো গড়লে মিলবে সরকারি সাহায্য। এক কোটির উপরে ব্যয় করলে জিএসটিতে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। ‘হোম স্টে’ কে উৎসাহ দিতে নেওয়া হবে ‘আমার আলহী’ প্রকল্প। নতুন পর্যটন নীতি ২০২২ পর্যন্ত বলবৎ থাকবে।

আরও পড়ুন, হেমার আত্মজীবনী প্রকাশ্যে, পর্দা উঠতে পারে অনেক অজানা ঘটনার

হিমন্ত জানান, প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে তৈরি ‘অসাম অসম’ বিজ্ঞাপনটি নিয়ে ১ নভেম্বর থেকে বিশ্বজুড়ে প্রচার অভিযান শুরু হবে। বিনিয়োগ টানতে দেশ-বিদেশে হবে রোড শো। সেখানে মুখ্যমন্ত্রী ও অন্য মন্ত্রীরাও অংশ নেবেন। অবশ্য বিজ্ঞাপনের প্রথম ও শেষে কয়েক সেকেন্ড প্রিয়ঙ্কার উপস্থিতি ছাড়া বাকি বিজ্ঞাপনে তিনি নেই। চুক্তির সময় ছাড়া প্রিয়ঙ্কা আর অসমেও আসেননি। তাঁর বিহু নাচের অংশও বাইরে গিয়েই ক্যামেরাবন্দি করে আনা হয়েছে। আড়াই কোটির ব্র্যান্ড অ্যাম্বাস্যাডরের এমন অপব্যবহারে বিরোধীরা ক্ষুব্ধ। এমনকী ভিডিওটিতে পর্যটনকেও সেভাবে তুলে ধরা হয়নি বলে অনেকের মত।

Priyanka Chopra Bollywood Celebrities প্রিয়ঙ্কা চোপড়া
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy