Advertisement
E-Paper

সৃজিতের হাত ধরে বড় পর্দায় আসবে গুমনামি বাবা

সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তাদের পরবর্তী ছবি গুমনামি বাবাকে নিয়েই। নাম ‘গুমনামি’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ১৯:৩৫
‘গুমনামি’ ছবির প্রথম পোস্টার। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

‘গুমনামি’ ছবির প্রথম পোস্টার। ছবি সোশ্যাল মিডিয়া থেকে।

নেতাজিকে নিয়ে তাদের পরবর্তী ছবির পোস্টার প্রকাশ করল সিনেমা নির্মাতা সংস্থা এসভিএফ। নেতাজির জন্মদিনেই তারা প্রকাশ করল এই ছবির প্রথম পোস্টার। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তাদের পরবর্তী ছবি গুমনামি বাবাকে নিয়েই। নাম ‘গুমনামি’।

গাজিয়াবাদের রসহ্যময় সাধু গুমনামি বাবা আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই ‘গুজব’-এ এক সময় তোলপাড় হয়েছিল সারা দেশ। সেই গুমনামি বাবাকে নিয়েই তৈরি হচ্ছে এই নতুন ছবি। নাম ‘গুমনামি’। ছবিতে গুমনামি বাবার সঙ্গে নেতাজির সম্পর্কের বিষয়টিও উঠে আসবে। তাই ছবির টাইটেলে লেখা হয়েছে- ‘দ্য গ্রেটেস্ট স্টোরি নেভার টোল্ড’। অর্থাত্ যে শ্রেষ্ঠ গল্প কখনও বলা হয়নি।

এই ছবিতে গুমনামি বাবার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়কে। এ জন্য ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রসেনজিত্। এই ছবিই হতে চলেছে সৃজিতের সঙ্গে প্রসেনজিতের পরবর্তী ছবি।

আরও পড়ুন: টানা ১৪ ঘণ্টা ধরে মেকআপ, নাম্বি নারায়ণনের ভূমিকায় কে এই অভিনেতা?

নেতাজিকে নিয়ে ভারতীয় জনজীবনে আজও উন্মাদনা চরমে। তাঁর মৃত্যু রহস্য নিয়ে এখনও ধোঁয়াশা বর্তমান। সেই আবহেই ২০২০-র জানুয়ারিতে মুক্তি পাবে এই ছবি।

আরও পড়ুন: হট জিম আউটফিটে সারা-জাহ্নবী, ভাইরাল ছবি

(মুভি ট্রেলারথেকে টাটকামুভি রিভিউ - রুপোলি পর্দার সব খবর জানতে পড়ুন আমাদেরবিনোদনবিভাগ।)

Netaji Subhas Chandra Bose Gumnaami First Poster
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy