Advertisement
E-Paper

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার মঞ্চে সেরার শিরোপা পেলেন কারা? রইল পুরো তালিকা

৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হল। কার ঝুলিতে গেল জাতীয় পুরস্কার? রইল তালিকা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০২৩ ২১:০৫
Full list of 69th National Film Awards winners dgtl

কাদের ঝুলিতে গেল পুরস্কার? ছবি: সংগৃহীত।

বুধবার ঘোষিত হয়েছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিজয়ীদের নাম। ‘প্রেস ইনফরমেশন ব্যুরো’র ইউটিউব, ফেসবুক এবং এক্স-এর পাতায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে সেরা ছবি, অভিনেতা, পরিচালক-সহ বাকিদের নাম। রইল বিস্তারিত তালিকা—

ফিচার ফিল্ম বিভাগ

সেরা মিশিং ছবি— বুম্বা রাইড

সেরা অসমিয়া ছবি— অনুর

সেরা বাংলা ছবি — কালকক্ষ

সেরা হিন্দি ছবি— সর্দার উধম

সেরা কন্নড় ছবি— ৭৭৭ চার্লি

সেরা গুজরাটি ছবি— দ্য চেলো শো

সেরা মৈথিলি ছবি— সমানন্তর

সেরা মারাঠি ছবি— একদা কে জ়ালা

সেরা মালয়লম ছবি— হোম

বিশেষ জুরির পুরস্কার— শেরশাহ

সেরা শিশুশিল্পী— ভাবিন রবরি (দ্য চেলো শো)

ইন্দিরা গান্ধী অ্যাওয়ার্ড সেরা ডেবিউ পরিচালক— মেপ্পাডিয়ান, বিষ্ণু মোহন

সেরা ছবি (সামাজিক বিষয়)— অনুনাদ দ্য রেজ়নেন্স

পরিবেশ সংরক্ষণমূলক সেরা ছবি— অভসভয়ুহম

সেরা ছোটদের ছবি— গান্ধী এ্যান্ড কো

সেরা চিত্রনাট্য (মৌলিক)— শাহি কবীর, নায়ট্টু

সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড)— সঞ্জয় লীলা ভন্সলী, উৎকর্ষিণী বশিষ্ট, গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি

সেরা প্লেব্যাক (মেল)— কালা ভৈরব (কোমুরাম ভিমোডু, আরআরআর)

সেরা প্লেব্যাক (ফিমেল)— শ্রেয়া ঘোষাল (মায়াভা ছায়াভা, ইরাভিন নিজ়হাল)

সেরা সঙ্গীত পরিচালক— দেবী শ্রী প্রসাদ (পুষ্পা)

সেরা সঙ্গীত পরিচালনা (আবহসঙ্গীত)— এম এম কীরাবাণী (আরআরআর)

সেরা সম্পাদক— সঞ্জয় লীলা ভন্সলী (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি)

সেরা সহ-অভিনেত্রী— পল্লবী যোশী (দ্য কাশ্মীর ফাইল্‌স)

সেরা সহ-অভিনেতা— পঙ্কজ ত্রিপাঠী (মিমি)

সেরা অভিনেত্রী— আলিয়া ভট্ট (গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি), কৃতি শ্যানন (মিমি)

সেরা অভিনেতা— অল্লু অর্জুন (পুষ্পা: দ্য রাইজ়)

সেরা জনপ্রিয় ছবি— আরআরআর

সেরা ছবি— রকেট্রি: দ্য ন্যাম্বি এফেক্ট

National Film Awards 2023
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy