Advertisement
E-Paper

পরনে ধুতি, বেঙ্গালুরুর শপিং মলে ঢুকতে বাধা কৃষককে! ক্ষোভপ্রকাশ গওহরের

বেঙ্গালুরুর শপিং মলে বর্ষীয়ান কৃষককে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। কারণ তাঁর পরনে ছিল ধুতি। বিষয়টির নিন্দা কলেন অভিনেত্রী গওহর খান।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৪ ১৪:১৫
Gauahar Khan slams Bengaluru mall for denying entry to a 60 year old farmer wearing dhoti

(বাঁ দিকে) শপিং মলের বাইরে কৃষক। গওহর খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আধুনিক সমাজের অগ্রগতির স্রোতে কখনও কখনও কিছু বিচ্ছিন্ন ঘটনা মনে দাগ কাটে। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে এক জন কৃষককে শপিং মলে প্রবেশ করতে দেওয়া হয়নি। কারণ তাঁর পরনে ছিল ধুতি! বিষয়টির নিন্দা করে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন মডেল-অভিনেত্রী গওহর খান।

ঘটনাটি বেঙ্গালুরুর। গওহর ঘটনাটির একটি ভিডিয়ো তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে ভাগ করে নিয়েছেন। সম্প্রতি ওই কৃষক তাঁর স্ত্রী ও পুত্রকে নিয়ে বেঙ্গালুরুর একটি শপিং মলে সিনেমা দেখতে গিয়েছিলেন। তাঁর পরনে ছিল ধুতি ও পাঞ্জাবি। কিন্তু ভিডিয়োয় দেখা যাচ্ছে, তাঁকে মলে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। ৬০ বছর বয়সি ওই কৃষক জানিয়েছেন, মল কর্তৃপক্ষের তরফে তাঁকে ‘ট্রাউজ়ার’ পরে আসতে বলা হয়।

ভিডিয়োটি ভাগ করে নিয়ে সমাজমাধ্যমে গওহর ক্ষোভপ্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ওই মল কর্তৃপক্ষদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। গওহর লেখেন, ‘‘এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। মলটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা উচিত। এটা ভারত এবং আমাদের প্রত্যেকেরই আমাদের সংস্কৃতি নিয়ে গর্বিত হওয়া উচিত।’’

জানা গিয়েছে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বুধবার কর্ণাটকের একাধিক সমাজসেবী সংস্থা সংশ্লিষ্ট মলের সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করে। নড়েচড়ে বসেন সংশ্লিষ্ট মলের কর্তারা। তাঁরা ওই কৃষকের কাছে ক্ষমা চেয়ে নেন। তাঁদের তরফে বর্ষীয়ান কৃষককে একটি শালও উপহার হিসাবে দেওয়া হয়।

Gauahar Khan
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy