ফের আইনি জটিলতায় অল্লু অর্জুন। হায়দরাবাদে জুবিলি হিল্স-এ অল্লুর একটি বহুতলকে ঘিরে সমস্যার সূত্রপাত। গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপাল কর্পোরেশন (জিএইচএমসি)-এর দাবি, এই বহুতল নাকি বেআইনি ভাবে তৈরি হয়েছে। সেই মর্মে তারা একটি নোটিস পাঠিয়েছে।
জুবিলি হিল্স-এ ‘অল্লু বিজ়নেস পার্ক’ নামে এই বহুতলে থাকেন সপরিবার অল্লু। এই বাড়ি বেআইনি বলে দাবি করে অল্লুকে ও তাঁর পরিবারকে একটি শো-কজ় নোটিস দিয়েছে জিএইচএমসি। এই বহুতলের পরিদর্শনের পরেই নোটিস পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
প্রথমত, এই জমিতে নাকি ১২২৬ বর্গগজের বহুতল তৈরির অনুমতি ছিল। বহুতলটি পাঁচতলা (জি+ফোর) হয় যেন তাও প্রথমেই বলা হয়েছিল। কিন্তু জিএইচএমসি-র পক্ষ থেকে পরিদর্শন করে দেখা যায়, অনুমোদিত মাপের বাইরে তৈরি হয়েছে সেই বহুতল। একেবারে উপরের তলায় আরও একটি তল যুক্ত করা হয়েছে, যা বেআইনি।
কেন পুরসভার নির্দেশ অমান্য করে নির্দিষ্ট সীমার বাইরে গিয়ে বহুতলের নির্মাণ করা হল, অল্লুকে সেই প্রশ্ন করা হয়েছে। বেআইনি নির্মাণের যুক্তিসঙ্গত কারণ দর্শাতে বলা হয়েছে তাঁকে। সদুত্তর না মিললে এই বহুতলের বর্ধিত অংশ ভেঙে ফেলা হতে পারে বলে সাবধান করা হয়েছে দক্ষিণী তারকাকে।
আরও পড়ুন:
দু’বছর আগে এই বহুতলটি তৈরি হয়েছিল। ‘অল্লু বিজ়নেস পার্ক’-এ তারকার পারিবারিক ব্যবসার কিছু অফিসও রয়েছে। এখনও অল্লু বা তাঁর সহযোগী দলের তরফ থেকে কোনও বিবৃতি আসেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গত বছরও বিতর্কে জড়িয়েছিলেন অল্লু। মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘পুষ্পা ২’। তাঁর ছবির বিশেষ প্রদর্শনে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক মহিলার। সেই ঘটনার প্রেক্ষিতে দক্ষিণী তারকাকে সমস্যাতেও পড়তে হয়েছিল।