করিশ্মা কপূরের প্রাক্তন স্বামী সঞ্জয় কপূরের ৩০ হাজার কোটির সম্পত্তি নিয়ে জলঘোলা চলছেই। এ বার করিশ্মার কন্যা সামাইরা ও পুত্র কিয়ান দিল্লি হাই কোর্টে একটি মামলা দায়ের করলেন।
গত ১২ জুন গলায় মৌমাছি আটকে মৃত্যু হয় সঞ্জয়ের। মৃত্যুর আগে প্রিয়া সচদেবের সঙ্গে বিবাহিত ছিলেন সঞ্জয়। তাঁদেরও এক পুত্রসন্তান রয়েছে। প্রিয়ার সঙ্গে বিয়ের আগে দীর্ঘ দিন করিশ্মা কপূরের সঙ্গে সংসার করেছেন শিল্পপতি।
সামাইরা ও কিয়ানের দাবি, তাঁদের সৎমা অর্থাৎ প্রিয়া নাকি সঞ্জয় কপূরের দলিল জাল করেছেন। তাঁদের অভিযোগ, প্রয়াত শিল্পপতির সমস্ত সম্পত্তি দখল করতেই এমন করেছেন প্রিয়া। সামাইরা ও কিয়ানও সঞ্জয় কপূরের সম্পত্তির দাবিদার। তাই তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন।
সম্পত্তির কারণে বার বার চর্চায় উঠে আসছে করিশ্মার প্রাক্তন স্বামীর মৃত্যু। কিছুদিন আগেই সঞ্জয়ের মা রানি কপূর দাবি করেন, তাঁর পুত্রের মৃত্যু স্বাভাবিক নয়। বিষয়টি নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি।
পুত্রের আকস্মিক মৃত্যুর পর ‘পারিবারিক উত্তরাধিকার দখল’-এর লড়াই নিয়ে উদ্বেগও প্রকাশ করেছিলেন তিনি। এ সবের মাঝেই শোনা গিয়েছিল, প্রাক্তন স্বামী সঞ্জয়ের ৩০,০০০ কোটির সম্পত্তির অংশীদারি দাবি করেছেন করিশ্মা। করিশ্মা ও সঞ্জয়ের দুই সন্তান সামাইরা ও কিয়ানাও রয়েছেন এর মধ্যে। তাঁদের জন্যই নাকি ভাগ চেয়েছিলেন করিশ্মা। এর মধ্যেই বড় পদক্ষেপ করেছিলেন সঞ্জয়ের শেষ স্ত্রী প্রিয়া। নিজেকে প্রিয়া সচদেব বলেই পরিচয় দিতেন বরাবর। জায়গাবিশেষে স্বামীর পদবি ব্যবহার করতেন প্রিয়া। কিন্তু উত্তরাধিকারী নিয়ে যখন অশান্তি চলছে, সেই সময় নিজের পদবি রাতারাতি বদলে প্রিয়া হন ‘প্রিয়া সঞ্জয় কপূর।’ এর পর থেকেই সম্পত্তি নিয়ে জলঘোলা বাড়ছে।