Advertisement
E-Paper

গুগল ডুডলে বেগম আখতার, শুনে নিন তাঁর বিখ্যাত কিছু গান

শুধু গজল নয়, দাদরা, ঠুংরি— শাস্ত্রীয় সঙ্গীতের প্রায় সব ধারাতেই বেগমের স্বচ্ছন্দ যাতায়াত ছিল। গজল সম্রাজ্ঞীকে সসম্মানে স্মরণ করছে গুগলও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০১৭ ১৩:৩১
গুগলের আজকের ডুডল।

গুগলের আজকের ডুডল।

Google। দ্বিতীয় ‘O’ শনিবার দিনভর আকারে বেশ খানিকটা বড়। আর তার মাঝে তানপুরা হাতে বসে রয়েছেন বেগম আখতার। গুগলের ডুডল আজ দিনভর ঠিক এমনটাই থাকবে। কারণ আজ বেগম আখতারের ১০৩তম জন্মবার্ষিকী।

আরও পড়ুন, সিঁদুর খেলায় মাতলেন সেলেবরা...

শুধু গজল নয়, দাদরা, ঠুংরি— শাস্ত্রীয় সঙ্গীতের প্রায় সব ধারাতেই বেগমের স্বচ্ছন্দ যাতায়াত ছিল। গজল সম্রাজ্ঞীকে সসম্মানে স্মরণ করছে গুগলও। এটি তৈরি করেছেন ভারতীয় গ্রাফিক্স ডিজাইনার মনুজা সিংহ ওয়ালডিয়া। আপাতত মার্কিন মুলুকে বসবাসকারী মনুজা এক সময় দিল্লিতে পড়াশোনা করেছেন।

১৯১৪-এ উত্তরপ্রদেশে ফৈজাবাজে বেগমের জন্ম। গানের কেরিয়ারে আখতারি বাঈ ফৈজাবাদী নামেও পরিচিত ছিলেন বেগম। শুধু গান নয়, বেশ কিছু ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। সত্যজিত্ রায়ের ‘জলসাঘর’-এ তাঁর অভিনয় চিরকাল মনে রাখবেন দর্শক। পেয়েছেন বহু পুরস্কার। ১৯৭৪-এ জীবনাবসান হয় শিল্পীর।

আরও পড়ুন, বাড়ির লক্ষ্মীপুজোয় লাইভ আড্ডা দিলেন অপরাজিতা

বেগমের জন্মদিনে শুনে নেওয়া যাক তাঁর গাওয়া বিখ্যাত কিছু গান। প্রথমে শুনে নিন বেগমের গাওয়া ‘উও যো হামে তুমে’।

বেগমের গাওয়া বিখ্যাত গান ‘জোছনা করেছে আড়ি…’। শুনে নিন আরও একবার।

‘এ মহব্বত তেরে আনজাম পে’… বেগমের গাওয়া বিখ্যাত গজল শুনে নিন তাঁর জন্মবার্ষিকীতে।

Begum Akhtar Celebrities Google
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy