একসঙ্গে থাকার ৩৬৫ দিন। সংসার পাতার ১২ মাস। বিয়ের পিঁড়িতে বসার একটি বছর। এমন ভাবেই চলে এল তাঁদের বিবাহবার্ষিকী।
দু’দিন ধরে সেই দিনের জন্য অপেক্ষা করছেন গৌরব চট্টোপাধ্যায় এবং দেবলীনা কুমার। দুই শিল্পী তাঁদের ইনস্টাগ্রামে বিভিন্ন ছবি এবং ভিডিয়ো পোস্ট করে সেই দিন যে আসন্ন তা বুঝিয়ে দিচ্ছেন।
কিন্তু গত তিন দিন ধরে কলকাতার বাইরে গৌরব চট্টোপাধ্যায়। স্ত্রীর সঙ্গে এক বার দেখা হয়েছে। প্রথম বিবাহবার্ষিকীতে খাওয়া দাওয়া শিকেয় তুলে কাজ করে চলেছেন গৌরব। নতুন ধারাবাহিকের শ্যুটিং বলে কথা। সময় মতো কাজ সেরে ফেলতে পারলে তবেই তিনি স্ত্রীর কাছে যাওয়ার ছুটি পাবেন যে। কী করছেন, কোথায় আছেন দেবলীনার স্বামী?