Advertisement
E-Paper

ঈশার বিয়েতে নিজেদের ছবি পোস্ট করলেন গৌরী, উত্তরে শাহরুখ লিখলেন..

প্রায় এক দশক পরে এক সঙ্গে মঞ্চে গানের তালে পা মেলাতে দেখা যায় কিং খান এবং তাঁর ‘কুইন’কে। নিজেদের নাচের সেই ছবিই টুইট করে গৌরী লেখেন, ‘প্রায় এক দশক পরে মঞ্চে’।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ১১:১৪
এই ছবিই পোস্ট করেছেন গৌরী। ছবি-টুইটার

এই ছবিই পোস্ট করেছেন গৌরী। ছবি-টুইটার

বলিউডের ‘পারফেক্ট’ কাপল বলতে প্রথমেই যাঁদের কথা মনে পড়ে, নির্দ্বিধায় শাহরুখ খান-গৌরী খানের তার অন্যতম। ব্যক্তিগত কাজ, ব্যবসা তার সঙ্গে সংসার— সেই সব কিছু সামলে যে ভাবে তাঁরা এখনও নিজেদের কেমিস্ট্রি ধরে রেখেছেন, তা অনেকের কাছেই অনুপ্রেরণার। শুধু সংসারের মধ্যে বা কাজের ক্ষেত্রেই নয়, ব্যক্তি শাহরুখ বা গৌরীও যে একে অন্যকে যথেষ্ট সম্মান করেন, তার প্রমাণ আগেও পাওয়া গিয়েছে বহু বার। সম্প্রতি গৌরীর করা একটি টুইট ও তাতে শাহরুখের উত্তর নতুন করে যেন প্রমাণ করল সেটাই।

সম্প্রতি অম্বানী কন্যা ঈশা ও পিরামল গ্রুপের ডিরেক্টর আনন্দ পিরামলের মেগা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের নামী-দামি তারকারা। বিনোদন জগৎ থেকে শুরু করে রাজনীতি, ক্রীড়া, বানিজ্য জগতের রথী-মহারথীরা কেউই বাদ ছিলেন না তাতে। উদয়পুরে ঈশা-আনন্দের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে বলিউডের প্রায় সমস্ত তারকা উপস্থিত থাকলেও, শাহরুখ-গৌরীর উপস্থিতি বাড়তি আলো এনেছিল সেখানে।

প্রায় এক দশক পরে এক সঙ্গে মঞ্চে গানের তালে পা মেলাতে দেখা যায় কিং খান এবং তাঁর ‘কুইন’কে। নিজেদের নাচের সেই ছবিই টুইট করে গৌরী লেখেন, ‘প্রায় এক দশক পরে মঞ্চে’। ডিজাইনার ফাল্গুনী ও শেন পিককের ডিজাইন করা পোশাক পরেছিলেন তিনি। তাঁদেরও ধন্যবাদ জানান গৌরী। প্রায় সঙ্গে সঙ্গেই এই টুইটটি শেয়ার করেন শাহরুখ। তিনি লেখেন যে, “সময় হার মানে তোমার কাছে।” রণবীর কপুর-দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার জনপ্রিয় ড্যান্সিং নাম্বার ‘দিল্লি ওয়ালি গার্লফ্রেন্ড’ গানে পা মেলাতে দেখা যায় তাঁদের।

আরও পড়ুন: বিয়ের পরের সবচেয়ে সুন্দর জিনিস কী? দীপিকা বললেন...

১৯৯১ সালে বিয়ে হয় শাহরুখ ও গৌরীর। তাঁদের প্রথম দুই সন্তান আরিয়ান ও সুহানা চলচ্চিত্র নিয়েই বিদেশে পড়াশোনা করছেন। শাহরুখ-গৌরীর সঙ্গেই থাকে তাঁদের ছোট ছেলে আব্রাম। বর্তমানে শাহরুখ আনন্দ এল রাইয়ের পরিচালনায় ‘জিরো’র প্রমোশনের কাজে ব্যস্ত। আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘জিরো’।

আরও পড়ুন: ঈশার বিয়েতে খাবার পরিবেশন করলেন ঐশ্বর্যা-শাহরুখ!

Shahrukh Khan Gouri Khan Isha Ambani Anand Piramal Mukesh Ambani Nita Ambani
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy