Advertisement
E-Paper

গোবিন্দের বাড়িতে ৫০ জন পুলিশ, অভিনেতার পায়ে গুলির নেপথ্যে ছিল কার হাত? জানালেন ভাগ্নি

শোনা যায়, গোবিন্দ নিজের বন্দুক থেকে ভুলবশত গুলি চালিয়ে ফেলেন এবং তাতেই বিপত্তি। যদিও নিন্দকেরা এর নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন। গুলিকাণ্ড নিয়ে এ বার কী জানালেন অভিনেতার ভাগ্নি রাগিনী খন্না?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১৭:১৩
govinda Niece Recalls Hospital Scenes After Actor Accidentally Shot Himself

গোবিন্দের গুলিকাণ্ডের নেপথ্যে কে? —ফাইল চিত্র।

২০২৪ সালের অক্টোবর মাসে কলকাতায় অনুষ্ঠান করতে আসার আগে পায়ে গুলি লাগে গোবিন্দের। শোনা যায়, নিজের বন্দুক থেকে ভুলবশত গুলি চালিয়ে ফেলেন এবং তাতেই বিপত্তি। যদিও নিন্দকেরা এর নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন। সেই সময়ে অনেকে অনেক রকম কথা বলেন অভিনেতাকে। গুলিকাণ্ড নিয়ে এ বার সত্যিটা জানালেন অভিনেতার ভাগ্নি রাগিনী খন্না।

মামার গুলিকাণ্ড প্রসঙ্গে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ ভিকি লালওয়ানিকে রাগিনী জানান, এই ঘটনার পরে অভিনেতার বাড়ি পুলিশে ছয়লাপ হয়ে যায়। হাসপাতালের বাইরে নাকি ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল। বাড়ির ভিতরে অন্তত ৫০ জন পুলিশ নানা পরীক্ষানিরীক্ষা, পর্যবেক্ষণ চালান, তদন্ত হয়। রাগিনীর কথায়, ‘‘আসলে পুলিশ তেমন কিছুই খুঁজে পাননি। এখানে অন্য কোনও ব্যক্তি জড়িয়ে নেই। বাইরে নানা ধরনের জল্পনা শোনা গিয়েছিল। তবে তেমন কিছুই ঘটেনি। যদি দ্বিতীয় কোনও ব্যক্তি জড়িত থাকত, সে ওই বাড়ি থেকে সহজে বেরোতে পারত না। মামার মতো অত বড় একজন ব্যক্তিত্বকে পুলিশ সবরকম সহযোগিতা করেছে। মামা এক মাসের মধ্যে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছিলেন।’’

Govinda Shot gun
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy