২০২৪ সালের অক্টোবর মাসে কলকাতায় অনুষ্ঠান করতে আসার আগে পায়ে গুলি লাগে গোবিন্দের। শোনা যায়, নিজের বন্দুক থেকে ভুলবশত গুলি চালিয়ে ফেলেন এবং তাতেই বিপত্তি। যদিও নিন্দকেরা এর নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পেয়েছিলেন। সেই সময়ে অনেকে অনেক রকম কথা বলেন অভিনেতাকে। গুলিকাণ্ড নিয়ে এ বার সত্যিটা জানালেন অভিনেতার ভাগ্নি রাগিনী খন্না।
আরও পড়ুন:
মামার গুলিকাণ্ড প্রসঙ্গে ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ ভিকি লালওয়ানিকে রাগিনী জানান, এই ঘটনার পরে অভিনেতার বাড়ি পুলিশে ছয়লাপ হয়ে যায়। হাসপাতালের বাইরে নাকি ২০০ পুলিশ মোতায়েন করা হয়েছিল। বাড়ির ভিতরে অন্তত ৫০ জন পুলিশ নানা পরীক্ষানিরীক্ষা, পর্যবেক্ষণ চালান, তদন্ত হয়। রাগিনীর কথায়, ‘‘আসলে পুলিশ তেমন কিছুই খুঁজে পাননি। এখানে অন্য কোনও ব্যক্তি জড়িয়ে নেই। বাইরে নানা ধরনের জল্পনা শোনা গিয়েছিল। তবে তেমন কিছুই ঘটেনি। যদি দ্বিতীয় কোনও ব্যক্তি জড়িত থাকত, সে ওই বাড়ি থেকে সহজে বেরোতে পারত না। মামার মতো অত বড় একজন ব্যক্তিত্বকে পুলিশ সবরকম সহযোগিতা করেছে। মামা এক মাসের মধ্যে নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছিলেন।’’